Advertisement
Advertisement

Breaking News

India

থামবে ইউক্রেন যুদ্ধ! ট্রাম্প-পুতিন আসন্ন বৈঠককে স্বাগত জানিয়ে কী বলল ভারত?

আগামী ১৫ আগস্ট আলাস্কায় বৈঠক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।

India welcomes Russia-US meeting on August 15 with the hope to end Ukraine war
Published by: Sucheta Sengupta
  • Posted:August 9, 2025 11:36 pm
  • Updated:August 9, 2025 11:56 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুল্কচাপ, পরমাণু যুদ্ধের হুঁশিয়ারির আবহে অবশেষে মুখোমুখি বৈঠকে বসতে রাজি বিশ্বের দুই শক্তিধর রাষ্ট্রের দুই রাষ্ট্রপ্রধান। আগামী ১৫ আগস্ট আলাস্কায় আলোচনার টেবিলে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁদের এই বৈঠককে স্বাগত জানাল ভারত। শুক্রবার বিদেশমন্ত্রকের তরফে মুখপাত্র রণধীর জয়সওয়াল এনিয়ে বিবৃতি দেন। আশাপ্রকাশ করেন যে এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাপ্তির পথ খুঁজে পাবে। ‘এটা যুদ্ধের সময় নয়’, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অতীত উক্তি স্মরণ করিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র এমনই জানিয়েছেন।

Advertisement

রুশ প্রেসিডেন্টের সঙ্গে আগামী সপ্তাহে আলাস্কায় সাক্ষাতের বিষয়টি ট্রাম্প নিজেই প্রকাশ্যে এনেছেন। ট্রুথ সোশালে লিখেছেন, ‘অবশেষে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আমার বৈঠকটি হতে চলেছে। আগামী শুক্রবার ১৫ আগস্ট আলাস্কায় আমাদের সাক্ষাৎ হবে।’ পরে টেলিগ্রামে রাশিয়ার তরফে এক বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়, ‘প্রেসিডেন্টরা নিঃসন্দেহে ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করবেন। দীর্ঘকালীন শান্তি চুক্তির বিষয়টি নিশ্চিত করবেন।’ সম্প্রতি আমেরিকার সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের শুল্কযুদ্ধের আবহে মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণা নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইতিবাচক। কারণ, শুল্ক সংঘাতে সবচেয়ে বেশি জড়িয়েছে রাশিয়া-আমেরিকা।

শুক্রবার রাতের দিকে দুই শক্তিধর রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ বৈঠককে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই বৈঠকে দীর্ঘদিন ধরে চলতে থাকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেমে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং শান্তি প্রতিষ্ঠার রাস্তা খুলে যেতে পারে। এমনই মনে করছে নয়াদিল্লি। এ প্রসঙ্গে জয়সওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অতীতে বলা একটি কথাও মনে করিয়ে দিয়েছেন। তা হল, বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে মোদি বারবারই বলেছেন, ‘এটা যুদ্ধের সময় নয়’। আসলে শুল্কচাপের আবহে আমেরিকার সঙ্গে কূটনৈতিক চাপানউতোরের মাঝে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে ভারতের। আর তাই ট্রাম্প-পুতিন আসন্ন বৈঠক নিয়ে নয়াদিল্লির এই বিবৃতিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ