Advertisement
Advertisement
Indian Air Defence

অপারেশন সিঁদুর: ‘সুদর্শন চক্র’ গুঁড়িয়ে দিয়েছিল ৫ পাক যুদ্ধবিমানকে! দাবি বায়ুসেনা প্রধানের

ভারতের আকাশসীমা রক্ষার কাজে মূল হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছে S-400 সুদর্শন চক্র।

Indian Air Defence shot down 5 Pakistani fighter jets
Published by: Biswadip Dey
  • Posted:August 9, 2025 1:00 pm
  • Updated:August 9, 2025 1:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরে ভারতের আকাশসীমা রক্ষার কাজে মূল হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছে S-400 সুদর্শন চক্র। সেই এয়ার ডিফেন্স সিস্টেম সেই সময় পাঁচটি পাকিস্তানি যুদ্ধবিমানকে গুঁড়িয়ে দিয়েছিল। শনিবার বায়ুসেনা প্রধান এপি সিং এমনই দাবি করলেন।

Advertisement

এদিন তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমাদের এয়ার ডিফেন্স দুরন্ত কাজ করেছে। এস-৪০০ সিস্টেম, যেটা আমরা সম্প্রতি মোতায়েন করেছিলাম সেটা খেলা ঘুরিয়ে দিয়েছিল। ওই সিস্টেমের শক্তি ওদের বিমানগুলিকে সত্যিই দূরে রেখেছিল। যেমন ওদের কাছে থাকা দূরপাল্লার গ্লাইড বোমাগুলির মতো অস্ত্রকে ওরা ব্যবহারই করতে পারেনি। কারণ এই সিস্টেমটাকে ওরা ভেদই করতে সক্ষম হয়নি।” তাঁর দাবি, পাঁচটি পাকিস্তানি যুদ্ধবিমানের পাশাপাশি একটি বড় পাক বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগেই সেনা সূত্রের খবর ছিল, পাকিস্তানের হামলা সর্বতোভাবে ব্যর্থ করেছে ভারতের UAS গ্রিড এবং এয়ার ডিফেন্স সিস্টেম। ভারতের আকাশসীমা রক্ষার কাজে মূল হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছে S-400 সুদর্শন চক্র। পাকিস্তান যে ড্রোন এবং মিসাইলগুলি দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল, সেগুলি কার্যত ধ্বংস হয়েছে ওই সুদর্শন চক্রের প্রভাবে। অমৃতসর-সহ একাধিক শহরে পাক ড্রোন এবং মিসাইলের ধ্বংসাবশেষও পাওয়া গিয়েছিল। বিনা প্ররোচনায় পাকিস্তানের এই হামলাকে কার্যত যুদ্ধাপরাধ হিসাবে বিবেচনা করেছে নয়াদিল্লি। সঙ্গে সঙ্গেই যার উপযুক্ত এবং পরিমিত প্রত্যাঘাত করা হয়েছে ভারতীয় সেনার তরফেও। এদিন ফের বায়ুসেনা প্রধান দাবি করলেন, কীভাবে সুদর্শন চক্র গুঁড়িয়ে দিয়েছে পাক যুদ্ধবিমানকে।

কী এই এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম? রাশিয়ায় তৈরি হয় এই সুরক্ষামূলক সিস্টেম। ভারতে এই সিস্টেমের নাম সুদর্শন চক্র। বিশ্বের প্রথম সারির সুরক্ষা ব্যবস্থার মধ্যে অন্যতম এই সিস্টেম। অন্তত ৬০০ কিলোমিটার দূর থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পারে এই সুদর্শন চক্র। ৪০০ কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে পারে এই সিস্টেম। আপাতত ভারতের চারটি জায়গায় এই সিস্টেম মোতায়েন রয়েছে। পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীরের নিরাপত্তার জন্য পাঠানকোটে রয়েছে সুদর্শন চক্র। এছাড়াও রয়েছে রাজস্থান এবং গুজরাটে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement