Advertisement
Advertisement
Indian Army

পাক হামলায় ক্ষতিগ্রস্ত, কাশ্মীরে ভাঙা মসজিদ মেরামত ভারতীয় সেনার

সেনাবাহিনীকে ধন্যবাদ জানানো হয়েছে এলাকাবাসীর তরফে।

Indian Army helps repair mosque damaged in Pak shelling in J&K village

মসজিদ সারাই ভারতীয় সেনার।

Published by: Amit Kumar Das
  • Posted:May 21, 2025 12:03 pm
  • Updated:May 21, 2025 12:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণ পাকিস্তানের গোলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কাশ্মীরের এক মসজিদ। এলাকার একমাত্র সেই উপাসনাস্থল মেরামত করে গ্রামবাসীকে উপহার দিল ভারতীয় সেনা। মসজিদ সারাইয়ে সেনাবাহিনীর উদ্যোগের সেই ছবি প্রকাশ্যে এসেছে বুধবার। জানা গিয়েছে, এই ঘটনা জম্মু ও কাশ্মীরের ছোটা গাঁও মহল্লার ইবকোট গ্রামের।

Advertisement

গত ৭ মে পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। সেই হামলায় গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের আঁতুড়ঘর। এর পালটা ভারতের ধর্মীয়স্থান ও সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালায় পাক সেনা। নিয়ন্ত্রণরেখায় শুরু হয় ভারী গোলাগুলি। পাকিস্তানের হামলার চেয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ইবকোট গ্রামের ওই মসজিদ। মসজিদের ছাদ, বিশেষ করে ছাদে লাগানো লোহার শিট, সৌর বিদ্যুৎ উৎপাদনকারী সোলার প্লেট, মসজিদের ভিতরে প্রার্থনাস্থল। ওই এলাকার একমাত্র উপাসনাস্থল এই মসজিদ ধ্বংস হওয়ায় সমস্যায় পড়েন এলাকাবাসী। গোটা বিষয়টি জানতে পেরে তৎপর হয় সেনাবাহিনী। সাহায্যের আশ্বাস দেওয়া হয়। সেইমতো ওই মসজিদ সারাই করে তা এলাকাবাসীর ব্যবহারের উপযোগী করে তোলে সেনা।

এই উদ্যোগের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানানো হয়েছে এলাকাবাসীর তরফে। ইবকোটের বাসিন্দারা জানান, অপারেশন সিঁদুরের পর পাক সেনার হামলা থেকে এলাকাবাসীকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়েছিল সেনা। এরপর দুই দেশের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকার একমাত্র মসজিদ ব্যবহারের উপযোগী করতে সেনা যা করল তার জন্য গোটা গ্রাম সেনাকে ধন্যবাদ জানিয়েছে। উল্লেখ্য, ৭ মে ভারতের তরফে যে হামলা চালানো হয়েছিল তা ছিল শুধুমাত্র জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে। তবে এর পালটা পাকিস্তান যে হামলা চালায় তার কোনও সুনির্দিষ্ট লক্ষ্য ছিল না এলোপাথাড়ি গোলাগুলি ও ড্রোন হামলা চালানো হয়। যার জেরে ক্ষতিগ্রস্ত হন কাশ্মীরের সাধারণ জনগণ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement