সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে আরও এক ভারতীয় সেনার জওয়ানকে গ্রেপ্তার করল পুলিশ। সূত্রের খবর, সেনাবাহিনীর গোপন তথ্য তিনি পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হাতে তুলে দিতেন। এরপরই গত সোমবার পাঞ্জাব পুলিশের স্টেট স্পেশাল অপারেশন সেল জম্মু ও কাশ্মীরের উরি থেকে ওই জওয়ানকে গ্রেপ্তার করে। ধৃতের নাম নাম দেবিন্দর সিং। তিনি পাঞ্জাবের সাঙ্গরুর জেলার নিহালগড় গ্রামের বাসিন্দা।
কিন্তু কীভাবে দেবিন্দরের খোঁজ পেলেন তদন্তকারীরা? আসলে গত জুন মাসে চরবৃত্তির অভিযোগে পাঞ্জাব থেকে গুরপ্রীত সিং নামে এক প্রাক্তন সেমাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পেন ড্রাইভের মাধ্যমে দেশের একাধিক গোপন তথ্য তিনি আইএসআইয়ের হাতে তুলে দিয়েছেন। বর্তমানে তিনি পাঞ্জাবের ফিরোজপুর জেলে বন্দি। গুরপ্রীতকে জেরা করেই দেবিন্দরের কথা জানতে পারেন তদন্তকারীরা।
তদন্তকারীদের দাবি, ২০১৭ সালে পুণের একটি সেনা ক্যাম্পে গুরপ্রীতের সঙ্গে আলাপ হয় দেবিন্দরের। এরপর কর্মসূত্রে দু’জন পৃথক জায়গায় পোস্টিং থাকলেও তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। পুলিশের অনুমান, গুরপ্রীতের মতো দেবিন্দরের সঙ্গেও সক্রিয় যোগাযোগ ছিল আইএসআইয়ের। সেনাবাহিনী-সহ দেশের একাধিক গোপন নথি তিনি পাকিস্তানে পাচার করেছেন। বর্তমানে দেবিন্দরকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.