Advertisement
Advertisement

জোড়া বিস্ফোরণের মামলায় দোষী সাব্যস্ত ইয়াসিন ভাটকল-সহ ৫

সন্ত্রাসবাদী কার্যকলাপে এদেশে এই প্রথম ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গিদের দোষী সাব্যস্ত করা হল।

Indian Mujahideen co-founder Yasin Bhatkal, 4 others convicted for  Dilsukhnagar blast
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 13, 2016 5:42 pm
  • Updated:September 12, 2023 3:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিলসুখনগর বিস্ফোরণে ইয়াসিন ভাটকল-সহ ৫ জনকে দোষী সাব্যস্ত করল এনআইএ-র বিশেষ আদলত। সাজা ঘোষণা হবে ১৯ ডিসেম্বর। সন্ত্রাসবাদী কার্যকলাপে এদেশে এই প্রথম ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গিদের দোষী সাব্যস্ত করা হল।

Advertisement

২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি হায়দরাবাদের দিলসুখনগরে জোড়া বিস্ফোরণের ঘটনায় মূলচক্রী ইন্ডিয়ান মুজাহিদিনের সহ-প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকল। ঘটনায় অভিযুক্ত ছিল আরও বেশ কিছু ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি। ২০১৩ সালেই এই ভাটকলকে গ্রেফতার করে পুলিশ। দিলসুখনগর বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ১৬ জনের। জখম হয়েছিলেন বহু মানুষ। তবে শুধু দিলসুখনগরই নয়, আহমেদাবাদ, বেঙ্গালুরু, পুণে, দিল্লি, হায়দরাবাদ, সুরাত বিস্ফোরণেও হাত রয়েছে এই ইয়াসিন ভাটকলের।

২০০৯ সালে নিষিদ্ধ ঘোষণা করা হয় ইন্ডিয়ান মুজাহিদিনকে। এরপরে একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপে নাম জড়িয়েছে এই জঙ্গি সংগঠনের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement