ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাত্রী নিরাপত্তায় বড় পদক্ষেপ ভারতীয় রেলের। দূরপাল্লার ট্রেনের প্রায় ৭৪ হাজার কোচের দরজার পাশে সিসিটিভি বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার এক রেল আধিকারিক মারফৎ এই খবর জানা গিয়েছে।
রেলের তরফে জানানো হয়েছে, এই সিসিটিভি ক্যামেরাগুলি বসানো হলে যাত্রীদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করা সম্ভব হবে। ট্রেনের মধ্যে চুরি, ডাকাতি আটকানো সম্ভব হবে বলেও দাবি করা হয়েছে। যে সময় দাঁড়িয়ে দেশে একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটছে। সেই সময় ‘কবচ’ প্রকল্পকে বাস্তবায়িত না করে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠেছে।
রেলের দাবি অনুযায়ী, একাধিক ইঞ্জিন ও কোচে পরীক্ষামূলকভাবে সিসিটিভি বসানো হয়েছিল। তাতে সাফল্য পাওয়ার পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি বিবৃতিতে বলা হয়েছে, রেলমন্ত্রী, রেলপ্রতিমন্ত্রী-সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা একটি বৈঠক করেন গত শনিবার। তারপরেই ৭৪ হাজার কোচে ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রেলের এক কর্তা বলেন, “বৈঠকের পর রেলমন্ত্রী ৭৪ হাজার কোট এবং ১৫ হাজার ইঞ্জিনে সিসিটিভি বসানের ছাড়পত্র দিয়েছেন।”
➡️ to Install CCTV Cameras in Coaches to Enhance Passenger Safety
➡️ CCTV Cameras in All 74,000 Coaches and 15,000 Locos for Enhanced Safety
➡️ Railways to Equip Every Coach with 4 CCTV Cameras, Locomotives with 6 Cameras
➡️ High-Quality CCTV Footage to Be Ensured…
— PIB India (@PIB_India)
সূত্রের খবর, প্রতিটি কোচে চারটি করে সিসিটিভি ক্যামেরা বাসানো হবে। এদিকে ইঞ্জিনে ছ’টি সিসিটিভি বসানো হবে। এমনকী সিসিটিভি গুলি উন্নতমানের। ট্রেনগুলি ১০০ কিমি গতিতে যাতায়াত করলেও উন্নতমানের ছবি পাওয়া যাবে বলে জানা গিয়েছে। রেলমন্ত্রী আধিকারিকদের জানিয়েছেন, সিসিটিভি বসানোর ক্ষেত্রে যাতে এআইয়ের ব্যবহার করা হয়। রেলের তরফে দাবি করা হয়েছে, যাত্রী সুরক্ষা বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও একের পর এক দুর্ঘটনার পর সেই দাবি কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন থাকছেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.