সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেলের তৎকাল টিকিট নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভের শেষ নেই। অভিযোগ, তৎকাল টিকিট পরিষেবা থাকলেও সাধারণ মানুষের ক্ষেত্রে সেই টিকিট কাটতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়। অনলাইনে হোক বা লাইনে দাঁড়িয়ে টিকিট পাওয়া যায় না। কিন্তু এই অল্প সময়ের মধ্যে ওই টিকিট কেটে সেগুলি কালোবাজারি করা হয় বলে অভিযোগ। তাই এবার তৎকাল টিকিট কাটার নিয়মে বদল আনতে চলেছে রেল। IRCTC-র তরফে জানানো হয়েছে, এবার থেকে অনলাইনে তৎকাল টিকিট কাটতে গেলে লগইন আইডির সঙ্গে আধারের লিঙ্ক করা বাধ্যতামূলক করা হচ্ছে। মনে করা হচ্ছে চলতি মাস থেকেই এই পরিষেবা শুরু করতে পারে রেল।
এই বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানে তিনি লেখেন, ‘তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি নতুন নিয়ম চালু করতে চলেছে ভারতীয় রেল। তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে আধার অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে। এরফলে প্রকৃত ব্যবহারকারীদের টিকিট পেতে সুবিধা হবে।’
Bharatiya Railways will soon start using e-Aadhaar authentication to book Tatkal tickets.
This will help genuine users get confirmed tickets during need.
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw)
দিনকয়েক আগে IRCTC-র এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ভুয়ো অ্যাকাউন্ট থেকে টিকিট কাটা আটকাতে AI প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তি খুব তাড়াতাড়ি ভুয়ো অ্যাকাউন্ট শনাক্ত করে সেগুলিকে নিষ্ক্রিয় করে দেবে। সূত্রের খবর, এই প্রযুক্তি ব্যবহার করার পর থেকে আগে যেখানে প্রতিদিন ৬০ থেকে ৬৫ হাজার নতুন আইডি তৈরি করা হত, সেটা কমে ১০ থেকে ১২ হাজারে দাঁড়িয়েছে।
সম্প্রতি থাইরোকেয়ারের প্রতিষ্ঠাতা ডঃ এ ভেলুমানি তৎকাল টিকিটকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে ব্যাখ্যা করেন। এক্স হ্যান্ডেলে একটি ভাইরাল ছবি শেয়ার করে তিনি লেখেন, “IRCTC-তে তৎকাল টিকিট বুকিং একটি রসিকতা হয়ে উঠেছে। সকাল ১০ টার আগে সিট খালি দেখানো হচ্ছে ঠিকই। তারপরেই সাইটটি হ্যাং হয়ে যাচ্ছে। তিন মিনিটের মধ্যে সব টিকিট কেটে নেওয়া হচ্ছে। তারপর পুনরায় সাইটটি সঠিকভাবে কাজ করা শুরু করছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.