Advertisement
Advertisement
Indian Rainway

পুরী স্পেশাল ৩৬৫টি বিশেষ ট্রেন, তালিকায় সাঁতরাগাছিও, রথযাত্রায় উপহার রেলের

লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন পুরীতে।

Indian Railways to run 365 Puri Special trains on the occasion of Rath Yatra
Published by: Suhrid Das
  • Posted:June 23, 2025 5:23 pm
  • Updated:June 23, 2025 5:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক পরেই রথযাত্রা। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মাসির বাড়ি যাবেন সেদিন। সেই যাত্রা ঘিরে প্রস্তুতিও তুঙ্গে। ভক্তরাও ভিড় জমাতে শুরু করেছেন পুরীতে। পুরীর রথযাত্রা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সমাগম হয়। লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন পুরীতে। এই সময় পুরী যাওয়ার ট্রেন, বাসের টিকিট মেলাও কার্যত দুস্কর হয়ে যায়। শুধু তাই নয়,  অন্য যানবাহনে বেশি ভাড়া গুণে বহু মানুষকে সেসময় পুরী যেতে হয় বলে অভিযোগ। রথযাত্রা উপলক্ষ্যে পুরী যাওয়ার জন্য বড় পদক্ষেপ করল ভারতীয় রেল। এবার আরও বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে খবর।

চলতি বছর বিভিন্ন জায়গা থেকে পুরী যাওয়ার জন্য মোট ৩৬৫ টি বিশেষ ট্রেন চালানো হবে বলে রেল দপ্তর থেকে খবর। গত বছর, এই বিশেষ ট্রেনের সংখ্যা ছিল ৩১৫টি। অর্থাৎ চলতি বছর আরও ৫০টি ট্রেন চালানো হবে। প্রতি বছরই ওড়িশার পুরী যাওয়ার জন্য বিপুল সংখ্যক ভক্ত সমাগম হয়ে থাকে। বেশিরভাগই ভারতীয় রেলের উপর নির্ভর করেন। সেই বিষয়কে গুরুত্ব দিয়েই ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে বলে খবর। ট্রেনের সংখ্যা বাড়ালে যাত্রীদের চাপ কমবে। কিছুটা ভিড় এড়ানো সম্ভব হবে। বিশৃঙ্খলা এড়ানো যাবে বলে মত ওয়াকিবহাল মহলের।

হাওড়ার সাঁতরাগাছি স্টেশন থেকে এই বিশেষ ট্রেন ছাড়বে বলে জানা গিয়েছে। ইস্ট কোস্ট রেলওয়ের তরফ থেকে ঘোষণা হয়েছে, একাধিক প্রতিবেশী রাজ্য থেকে পুরীর উদ্দেশ্যে বিশেষ ট্রেন চালানো হবে। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, ছত্তিশগড়ের গোন্দিয়া থেকেও চলবে বিশেষ ট্রেন। ওড়িশা রাজ্যের বিভিন্ন জেলা থেকেও পুরীর জন্য বিশেষ ট্রেন চালানোর কথা জানা গিয়েছে। ওড়িশার গুনুপুর, বালেশ্বর, বীরমিত্রপুর, জুনাগড় রোড, আঙ্গুল, বাদামপাহাড়, জগদ্দলপুর, রায়গড় প্রভৃতি জায়গা থেকে রথযাত্রা উপলক্ষ্যে বিশেষ ট্রেন চলবে বলে খবর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement