সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটকের বেঙ্গালুরুতে সরকারি প্রকল্পের উদ্বোধন মঞ্চে ফের অপারেশন সিঁদুরের জয়গান নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রী জানালেন, অপারেশন সিঁদুরে আমাদের সেনার তরফে সন্ত্রাসবাদী ও পাকিস্তানকে ধরাশায়ী করার ক্ষমতা গোটা বিশ্ব দেখেছে। এই বিরাট সাফল্যের নেতৃত্বে রয়েছে আমাদের প্রযুক্তি ও মেক ইন ইন্ডিয়া। অপারেশন সিঁদুরে বেঙ্গালুরুর যুবকদের সহযোগিতাও অনেকখানি।
সরকারি প্রকল্পের উদ্বোধন উপলক্ষে রবিবার বেঙ্গালুরুতে এসেছেন প্রধানমন্ত্রী। এই সফরে কেএসআর স্টেশন থেকে ৩টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন তিনি। এই তিন বন্দে ভারতের গন্তব্য বেলগাভি, অমৃতসর হয়ে বৈষ্ণদেবী ও নাগপুর হয়ে পুণে। এছাড়া ২২ হাজার কোটির প্রকল্পের শিলান্যাসও করেন তিনি। যার মাধ্যমে বেঙ্গালুরু মেট্রোর অরেঞ্জ লাইন গঠিত হবে। পাশাপাশি বেঙ্গালুরুতে দ্বিতীয় পর্যায়ের মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কর্নাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী শিবকুমার ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে ইয়োলো লাইনের মেট্রোতে সফর করেন নরেন্দ্র মোদি। আরভি রোড থেকে বোম্মাসান্দ্রা পর্যন্ত ১৯ কিলোমিটারের এই মেট্রোপথ নির্মাণে খরচ হয়েছে ৭,১৬০ টাকা।
Yellow Line Brings a New Dawn for Bengaluru’s Metro
Namma Metro’s Yellow Line was inaugurated today by Hon’ble Prime Minister Shri at Ragigudda Metro Station. It was a pleasure to join Hon’ble leaders on a journey from Ragigudda to Konappana Agrahara Metro Station,…
— DK Shivakumar (@DKShivakumar)
সরকারি প্রকল্পের উদ্বোধন সেরে কর্নাটকবাসীর উদ্দেশে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বেঙ্গালুরু দেশের অন্যতম বড় শহর। মেক ইন ইন্ডিয়ায় বেঙ্গালুরুর সহযোগিতা আরও বাড়াতে হবে। আমরা তখনই এগিয়ে যেতে পারব যখন আমাদের শহর ফাস্ট ও মর্ডান হবে। আমি আশা করি কর্নাটকের প্রতিভা আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গিকে নেতৃত্ব দেবে। কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার, উভয়ই জনগণের সেবায় নিয়োজিত। আমাদের একসাথে কাজ করতে হবে এবং আমাদের নাগরিকদের উন্নতির জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
এদিন ডিজিটাল ভারতেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়ণ দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ। কেন্দ্র এবং রাজ্য একজোট হয়ে বিকশিত ভারত গঠনের সংকল্পকে বাস্তবায়িত করবে। আজ দেশের প্রতিটি গ্রামে ডিজিটালাইজেশন পৌঁছে গিয়েছে। বিশ্বের রিয়েল টাইম UPI লেনদেনের ৫০ শতাংশ ভারতে হয়। সরকার এবং সাধারণ মানুষের মধ্যে ব্যবধান কমাতে আজ প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। ভারতকে বিশ্বব্যাপী প্রতিযোগিতা করতে হবে, নেতৃত্বও দিতে হবে। আমাদের শহরগুলি স্মার্ট, ফাস্ট ও মর্ডান হলে আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে পারব।” প্রধানমন্ত্রী আরও বলেন, “আজ আরভি রোড থেকে বোম্মাসান্দ্রা পর্যন্ত ইয়েলো লাইন বেঙ্গালুরুর গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে সংযুক্ত করবে। যা যাত্রাপথের সময় কমাবে এবং জীবনযাত্রাকে আরও গতিশীল করবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.