সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন চেহারার ই-পাসপোর্টের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। হাতে পেতে এখন কেবল সময়ের অপেক্ষা। বারাণসীতে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে মোদি বলেন, দিনের পর দিন কংগ্রেস দেশকে লুট করেছে। দেশের সেই চরম দুর্দিনে দেশকে দিশা দেখিয়েছে বিজেপি। দেশ থেকে দুর্নীতি দূর করেছে এনডিএ সরকার। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে এবার প্রধানমন্ত্রীর নয়া হাতিয়ার হতে চলেছে নতুন মোড়কের পাসপোর্ট। মোদির কথায়, পাসপোর্ট সেবা প্রজেক্টের মাধ্যমে দেশের সর্বত্র ভারতীয় দূতাবাস ছড়িয়ে রয়েছে। পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভারতীয় নাগরিকদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীন একই পরিষেবা দেওয়া হয়।
আধুনিক প্রযুক্তিতে নাগরিকত্ব সুরক্ষিত করতে এবার ই-পাসপোর্ট তৈরি করতে চলেছে কেন্দ্র। নয়া সেই পাসপোর্টে চিপ লাগানো থাকবে বলেও এদিন প্রধানমন্ত্রী ঘোষণা করেন। পাসপোর্টে থাকা চিপেই গ্রাহকের তথ্য সুরক্ষিত থাকবে। প্রধানমন্ত্রী বলেন, “পাসপোর্ট সার্ভিসে কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীন একটি পদ্ধতি আনার পরিকল্পনা করা হচ্ছে। এক পা এগিয়ে চিপবেসড ই-পাসপোর্ট করার কথা ভাবা হচ্ছে।” ভারতীয় বংশোদ্ভূতদের জন্য একরকম আর ভারতীয় নাগরিকদের জন্য আরেকরকম ই-পাসপোর্ট ইস্যু হবে। মোদি জানান, ভারতীয়রা দেশের মধ্যে থাক বা বাইরে, তাঁরা যাতে সুরক্ষিত থাকে সেই কারণেই এই পাসপোর্টের পরিকল্পনা করছে সরকার।
এদিন বারাণসীতে নরেন্দ্র মোদি বলেন, “শেষ সাড়ে চারবছরে প্রায় আড়াই লাখ ভারতীয়রা সমস্যায় পাসপোর্ট সংক্রান্ত ঘটনায় সমস্যায় পড়েছিল। সরকার তাঁদের পাশে দাঁড়িয়েছে। সবরকমভাবে সাহায্য করেছে।” এরপর দূতাবাসগুলোর মাধ্যমে নতুন পদ্ধতি রূপায়ণের চেষ্টা করবে ভারত। প্রধানমন্ত্রীর মতে, “ভারতীয় দূতাবাস ও প্রতিনিধিরা যোগাযোগ করবে। পাসপোর্ট সেবা প্রকল্পের নতুন পদ্ধতিকে তাঁদের মাধ্যমেই এগিয়ে নিয়ে যাওয়া হবে।”
PM Narendra Modi address at Pravasi Bharatiya Diwas in Varanasi.
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.