সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেনা করেই চলে সংসার! বিগত ১০ বছরে দেশের ২৮টি রাজ্যের মিলিত ঋণ ৫৯.৬ লক্ষ কোটি টাকা। যা দেশের মোট জিডিপির ২২.১৭ শতাংশ। চাঞ্চল্যকর এই রিপোর্ট প্রকাশ করল কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি তথা ক্যাগ)। কোন রাজ্যের জিডিপির তুলনায় ঋণের বোঝার হার সবচেয়ে বেশি? কোন রাজ্যের আর্থিক হাল তুলনায় ভালো?
ক্যাগের রিপোর্টে বলা হয়েছে, রাজ্যের জিডিপির তুলনায় ঋণের বোঝার হার দেশের মধ্যে সবচেয়ে বেশি পাঞ্জাবে (৪০.৩৫ শতাংশ)। দ্বিতীয় স্থানে রয়েছে নাগাল্যান্ড (৩৭.১৫ শতাংশ)। তৃতীয় পশ্চিমবঙ্গ (৩৩.৭০ শতাংশ)। অন্যদিকে জিডিপির তুলনায় ঋণের বোঝার হার সবচেয়ে কম ওড়িশায় (৮.৪৫ শতাংশ)। এরপর রয়েছে মহারাষ্ট্র (১৪.৬৪ শতাংশ) এবং গুজরাট (১৬.৩৭ শতাংশ)।
ক্যাগের রিপোর্টে অর্থবর্ষ ধরে রাজ্যগুলির ঋণের পরিমাণ তুলে ধরা হয়েছে। যেমন, ২০১৩-’১৪ অর্থবর্ষে দেশের ২৮ রাজ্যের সম্মিলিত ঋণের বোঝা ছিল ১৭,৫৭,৬৪২ কোটি টাকা। ২০২২-’২৩ অর্থবর্ষে তা দাঁড়িয়েছে ৫৯,৬০,৪২৮ কোটি টাকায়। অর্থাৎ ৩.৩৯ গুণ বেড়েছে ঋণের বোঝা।
বিশ্লেষকদের বক্তব্য, খয়রাতির জেরেই রাজ্যগুলির ঋণের পরিমাণ বাড়ছে। বিশেষ করে কোভিডের হানার পর থেকে দেশের বহু রাজ্য সরকার সাধারণ মানুষের নগদ তুলে দেওয়ার নীতি নিয়েছে। সামনেই বিহারে বিধানসভা ভোট। তার আগে দান খয়রাতির বন্যা বইয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। অর্থনীতিবিদদের বক্তব্য, খয়রাতির নীতি সামগ্রিক ভাবে রাজ্যের অর্থনীতির জন্য ভালো নয়। তাছাড়া অঙ্কটা সাধারণ নাগরিকের সংসারের মতোই। যদি আয়বৃদ্ধির তুলনায় ঋণের বোঝা বাড়তে থাকে, তা হলে রাজ্য আর ধার শোধ করার অবস্থায় থাকে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.