Advertisement
Advertisement

Breaking News

5th Generation Fighter Jet

হাতে আসছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান! রাশিয়া-আমেরিকার সমকক্ষ হবে ভারত

১৫ হাজার কোটি বরাদ্দ রাজনাথ সিংয়ের।

India's 5th-Gen Fighter Jet Gets Green Light As AMCA Programme Enters Execution Phase
Published by: Gopi Krishna Samanta
  • Posted:May 27, 2025 5:31 pm
  • Updated:May 27, 2025 5:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও শক্তিশালী হতে চলেছে ভারতীয় বায়ুসেনা। দ্রুত হাতে আসতে চলেছে পঞ্চম প্রজন্মের অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফ্ট (AMCA)। এর ফলে আকাশ সুরক্ষায় আরও শক্তিশালী হবে ভারত। আকাশসীমা সুরক্ষায় বিশ্বের প্রথমসারির দেশগুলির সঙ্গে এক আসনে পৌঁছে যাবে ভারতীয় বায়ুসেনা।

মঙ্গলবার প্রতীরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই আধুনিক বিমান তৈরির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। প্রায় পনোরো হাজার কোটি টাকা খরচে দেশের প্রতিরক্ষা গবেষণা ও বিকাশ সংস্থা (DRDO) অধীনস্থ অ্যারোনেটিক্যাল ডেভলপমেন্ট এজেন্সি (ADA) এই অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরি করবে। প্রতিরক্ষামন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, দেশের আকাশসীমাকে রক্ষা করতে এবং যুদ্ধবিমান তৈরিতে আত্মনির্ভর হতে এটা এক উল্লেখযোগ্য পদক্ষেপ।

এতদিন পর্যন্ত রাশিয়া, চিন আমেরিকার মতো দেশের হাতেই পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান ছিল। এবার সেই দলে ভারতের প্রবেশ ঘটতে চলেছে। জানা গিয়েছে, পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান শত্রুর ব়্যাডার এড়াতে সক্ষম। ছুটতে পারে শব্দের থেকেও বেশি জোরে। জানা গিয়েছে, ২০৩৫ সালের মধ্যে দেশে এই যুদ্ধবিমান প্রস্তুত হয়ে যাবে। বায়ুসেনার হাতে এই অত্যাধুনিক যুদ্ধবিমান একবার হাতে চলে এলে আকাশে অনেকটায় ক্ষমতাশীল হয়ে উঠবে ভারত। ADA দাবি করেছে তারা দেশীয় প্রযুক্তিতে এই যুদ্ধবিমান তৈরি করবে। ২০৩০ সালে উৎপাদন শুরু হলে পরবর্তী পাঁচ বছরের মধ্যে তা বায়ুসেনার হাতে তুলে দেওয়া সম্ভব হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement