Advertisement
Advertisement

Breaking News

Pannun

মোদির বিরুদ্ধে উসকানি, ১১ কোটির পুরস্কার ঘোষণা! খলিস্তানি পান্নুনের বিরুদ্ধে তদন্তে NIA’র

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশেই পান্নুনের বিরুদ্ধে তদন্তে NIA।

India's Anti-Terror Move Over 'Rs 11 Crore' Khalistani leader Pannun Threat Against PM Modi

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:September 24, 2025 12:14 pm
  • Updated:September 24, 2025 12:14 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভারতশত্রু’ খলিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে উসকানি দেওয়ার ও ১১ কোটি টাকা পুরস্কার ঘোষণায় আমেরিকায় গা ঢাকা দিয়ে থাকা এই সন্ত্রাসীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

এনআইএর তরফে জানা গিয়েছে, ১০ আগস্ট পাকিস্তানের লাহোরে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ভারচুয়ালি যোগ দিয়েছিল ‘শিখ ফর জাস্টিস’ (SFJ)-এর প্রধান পান্নুন। ওয়াশিংটন থেকে ভারচুয়ালি ওই অনুষ্ঠানে যোগ দিয়ে খলিস্তানি নেতা জানায়, যে শিখ সেনারা নরেন্দ্র মোদির পতাকা উত্তোলন আটকাতে পারবে তাঁকে ১১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। শুধু তাই নয়, ওই অনুষ্ঠান থেকেই খলিস্তানের একটি মানচিত্র প্রকাশ করে সন্ত্রাসী পান্নুন। যেখানে খলিস্তান রাষ্ট্রের ম্যাপে দেখা যায় পাঞ্জাব, দিল্লি, হিমাচল প্রদেশ ও উত্তরপ্রদেশকে। ওই ভিডিও বার্তায় তার হুঁশিয়ারি, ‘দিল্লি বনেগা খলিস্তান’। ভারতের বিরুদ্ধে যুদ্ধ চালাতে এসএফজে ইতিমধ্যেই ‘শহিদ জাঠা’ গঠন করেছে।

এই ঘটনার জেরেই পান্নুনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এনআইএ। যেখানে বলা হয়েছে, পান্নুন ভারতের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং নিরাপত্তার বিরুদ্ধে কাজ করছে। শিখদের মধ্যে বিদ্বেষের আগুন ছড়াচ্ছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশেই পান্নুনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনআইএ।

উল্লেখ্য, পান্নুনের ভারত বিরোধী আচরণ এই প্রথমবার নয়, এর আগে একাধিকবার ভারতের বিমান হাইজ্যাকের হুমকি দিয়েছে এই জঙ্গি। পহেলগাঁও সন্ত্রাসের পর ভারতের দিকে আঙুল তুলে এই খলিস্তানি জঙ্গি জানিয়েছিল, “পহেলগাঁওয়ে নিজের দেশের লোকেদের হত্যা করেছে ভারত। আর এই হত্যাকাণ্ড চালানো হয়েছে শুধুমাত্র রাজনৈতিক কারণে। ভোটে জেতার জন্য এবং পাকিস্তানের উপর দোষ চাপিয়ে ওই দেশকে ভাঙার জন্য। শুধুমাত্র পাকিস্তানকে সন্ত্রাসবাদের প্রশ্রয়দাতা হিসেবে দেখাতে নিজের দেশেই হিন্দুদের হত্যা করা হল।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ