সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক লাফে দেশে করোনায় (Corona Virus) মৃতের সংখ্যা পেরল ২০০০ – এর গণ্ডি। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে ২১০৯ জনের। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। যা ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে দেশবাসীর। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় প্রত্যেকে।
রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের তরফে করা টুইটে জানানো হয়েছে, শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২৭ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,২৭৭ জন। যা যথেষ্ট উদ্বেগের। দেশজুড়ে এখনও পর্যন্ত মোট আক্রান্ত ৬২,৯৩৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ইতিমধ্যেই ঘরে ফিরেছেন ১৯,৩৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃতের সংখ্যাই ঘুম উড়িয়েছে দেশবাসীরা।
Spike of 3277 cases & 127 deaths in the last 24 hours. Total cases in the country now at 62939, including 41472 active cases, 19358 cured/discharged/migrated and 2109 deaths: Ministry of Health & Family Welfare
— ANI (@ANI)
করোনা ত্রাসে বন্দি দেশবাসী। সংক্রমণ রুখতে স্বাস্থ্যবিধি মেনে চললেও স্বমহিমায় দাপট দেখিয়ে চলেছে মারণ ভাইরাস। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত এদেশের মধ্যে মহারাষ্ট্রে আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বাধিক। শেষ পাওয়া খবর অনুযায়ী, মহারাষ্ট্রে আক্রান্ত ২০,২২৮ জন, গুজরাটে আক্রান্ত ৭,৭৭৬ জন, দিল্লিতে ৬,৫৪২। কার্যত একই পরিস্থিতি তামিলনাড়ুর। সেখানে আক্রান্তের সংখ্যা ৬,৫৩৫। প্রসঙ্গত, বিশ্বে এখনও পর্যন্ত ভাইরাসের বলি ২ লক্ষ ৮০ হাজার ৪৩২ জনের। আক্রান্ত ৪১ লক্ষের বেশি। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি আমেরিকায়। সেখানে মৃতের সংখ্যা ৭৯ হাজার ছুঁতে চলেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.