Advertisement
Advertisement

Breaking News

Covid cases

ফের করোনার চোখরাঙানি, দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩ হাজারের কাছে, বাড়ছে মৃত্যুও

করোনা মোকাবিলায় সবরকম ভাবে প্রস্তুত, বলছে প্রশাসন।

India's Covid cases rise to 2,710, Kerala, Maharashtra, Delhi worst hit

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:May 31, 2025 10:57 am
  • Updated:May 31, 2025 10:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে ফের করোনার চোখরাঙানি। এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রায় ৩ হাজার। কেরল, মহারাষ্ট্র এবং দিল্লি। তিন রাজ্যেই হু হু করে বাড়ছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা।

Advertisement

সরকারি পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২,৭১০। গত ২৬ মে সংখ্যাটা ছিল ১,০১০ জন। অর্থাৎ পাঁচ দিনে প্রায় ১৭০০ মানুষ নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। সরকারি হিসাবে বলছে, এই মুহূর্তে কেরলে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১,১১৪ জন। মহারাষ্ট্রে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪২৪। দিল্লিতে সক্রিয় করোনা রোগী ২৯৪ এবং গুজরাটে ২২৩ জন। কেন্দ্রের হিসাব বলছে, এই মুহূর্তে বাংলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১১৬ জন।

বিশেষজ্ঞদের একটা অংশের ধারণা, করোনা নতুন করে ছড়ালেও আগের মতো মারণ ক্ষমতা হারিয়েছে এই ভাইরাস। কিন্তু পরিসংখ্যান বলছে, নতুন এই স্ট্রেনেও রোগীমৃত্যুর সংখ্যা বেশ উদ্বেগজনক। গত একমাসে ভারতে করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। তবে কেন্দ্র জানিয়েছে এই ৭ জনের মধ্যে ছ’জনেরই গুরুতর কো মর্বিডিটি ছিল। ফলে বিশেষ উদ্বেগের কোনও কারণ নেই।

যে হারে দেশে নতুন করে করোনা বাড়ছে তাতে চিকিৎসা মহলের একাংশের আশঙ্কা, পুরনো কোভিড বিধি ফিরতে পারে! জনবহুল এলাকায় মাস্ক ব্যবহারের পাশাপাশি বয়স্ক ও ক্রনিক রোগীদের বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার। তবে প্রশাসনের তরফে বারবার জানানো হয়েছে, নতুন করে করোনার ঢেউ এলে তা মোকাবিলায় সবরকমভাবে প্রস্তুত সরকার। অযথা আতঙ্কিত না হয়ে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement