সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। এবার যুযুধান দু’পক্ষ ইরান ও ইজরায়েল। এই ঘটনায় শঙ্কিত এবং দ্বিধাবিভক্ত গোটা বিশ্ব। ইতিমধ্যে ইরানের উপর ইজরায়েলি হানার নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে ৯ দেশীয় সাংহাই কোঅপারেশেন অর্গানাইজেশন (এসসিও)। যদিও এই জোটে থেকেও আলাদা করে বিবৃতি দিয়েছে ভারত। এইসঙ্গে স্পষ্ট করা হয়েছে, সাম্প্রতিক ইরান-ইজরায়েল পরিস্থিতি নিয়ে বাকি দেশগুলির সঙ্গে কোনও বৈঠকে যোগ দেননি নয়াদিল্লির কোনও প্রতিনিধি।
এসসিও-র সদস্য রাষ্ট্রগুলি হল চিন, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান এবং ভারত। অর্থাৎ কিনা যুদ্ধ জড়িয়ে পড়া ইরান যেমন রয়েছে ওই গোষ্ঠীতে, তেমনই রয়েছে ভারতও। শনিবার এক বিবৃতিতে এসসিও ইরানের মাটিতে ইজরায়েলের হামলার তীব্র নিন্দা করেছে। বলা হয়েছে, আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রসংঘের নীতির বিরুদ্ধে কাজ করেছে ইজরায়েল। এই হামলা ইরানের সার্বভৌমত্বের উপর আঘাত। ভয়ংকর হামলায় চালিয়ে আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তাকে বিঘ্নিত করা হয়েছে। ইরানের সরকার এবং সে দেশের সাধারণ মানুষের প্রতি সমবেদনাও জানানো হয় ওই বিবৃতিতে।
এই বিবৃতি থেকে নিজেদের আলাদা করলেও নয়াদিল্লির তরফে জানানো হয়েছে, আলোচনা এবং কূটনৈতিক পদক্ষেপের মধ্য দিয়ে ইজরায়েল এবং ইরানকে সংঘর্ষ থামানো প্রচেষ্টা চালাতে হবে। ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, শুক্রবারই ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে সংঘর্ষ নিয়ে কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। কূটনৈতিক স্তরে সমস্যা মেটানোর কথা বলেছেন তিনি। উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় শান্তি বজায় রাখার জন্য ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। যদিও যুদ্ধের আগুন বাড়ছে বৈ কমছে না। জল কোনদিকে গড়ায় সেটাই এখন দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.