সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদাম তুসোর মিউজিয়াম। পরিচিতির জন্য নামই যথেষ্ট। মোমের মূর্তি সাজিয়ে বিশ্ববিখ্যাত এই মিউজিয়াম। বিভিন্ন দেশে তাদের শাখা রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে ভারতও। প্রস্তুতি সারা। দেশের প্রাণকেন্দ্র দিল্লিতে খোলা হচ্ছে মাদাম তুসোর মিউজিয়ামের ২৩তম শাখাটি। কনৌট প্লেসে রিগাল সিনেমা কমপ্লেক্সের দু’টি তল নিয়ে তৈরি হচ্ছে এটি। সম্প্রতি নিজেদের টুইটার পেজে দিল্লির মিউজিয়ামের ফার্স্ট লুক পোস্ট করা হয়েছে।
The First Look : & frozen in time with
Advertisement— Madame Tussauds (@tussaudsdelhi)
বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের মোমের মূর্তি ইতিমধ্যেই তৈরি। ফিনিশিং টাচ বাকি আমেরিকান পপ স্টার লেডি গাগার মূর্তির। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোম-মূর্তিও রাখা হবে এখানে। থাকছে শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন, করিনা কাপুর, হৃতিক রোশন, সলমন খানের ওয়াক্স স্ট্যাচু। কর্তৃপক্ষ অবশ্য এ নিয়ে এখনই মুখ খুলতে চাইছে না। তবে ক্রীড়া, রাজনীতি, সিনেমা জগতের প্রায় ৫০ জনের মোম-মূর্তি রাখা হবে এখানে। অধিকাংশই থাকবে ইন্ডিয়ান ফিগার। প্রতিটি মূর্তি তৈরির জন্য প্রাথমিকভাবে ধরা হয়েছে দেড় কোটি টাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.