সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে বিহারে। এই অবস্থায় এনডিএ শাসিত বিহারকে নয়া উপহার দিতে চলেছে মোদি সরকার। দেশের প্রথম স্লিপার যুক্ত বন্দে ভারত চালু হতে চলেছে পাটনা থেকে। জানা যাচ্ছে, চলতি মাসের শেষের দিকেই পাটনা থেকে দিল্লি ছুটবে স্লিপারযুক্ত বন্দে ভারত। অর্থাৎ বিহারে বিধানসভা নির্বাচন ঘোষণার কয়েক সপ্তাহ আগে।
ভারতের প্রথম অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত নিয়ে উৎসাহ কম নেই দেশবাসীর। যদিও এই ট্রেনে এতদিন কোনও স্লিপার কোচ ছিল না। ফলে দূরপাল্লার যাত্রায় সমস্যা হত যাত্রীদের। এই অবস্থায় শোনা যাচ্ছিল শীঘ্রই আসতে চলেছে ‘স্লিপার ক্লাসে’ সাজানো বন্দে ভারত। রেলের তরফে অবশ্য আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনও মন্তব্য না করা হলেও সূত্রের খবর, পাটনা থেকে দিল্লি পর্যন্ত যাত্রা করবে স্লিপার কোচের বন্দে ভারত। এই যাত্রায় ট্রেনটি থামবে দ্বারভাঙা ও সীতামারি স্টেশনে।
উল্লেখ্য, আসন বিহার নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে বিজেপি। পল্টুরাম নীতীশকে কাছে টেনে জেডিইউকে দেওয়া হয়েছে একাধিক মন্ত্রক। এমনকী বাজেটেও বিশেষ সুবিধা দেওয়া হয়েছে নীতীশের রাজ্যকে। চারটি নয়া বিমানবন্দর দেওয়ার পাশাপাশি মাখনা চাষিদের উন্নয়নের জন্য বিশেষ বোর্ড। পটনা আইআইটির পড়ুয়ার সংখ্যা বাড়ানোর জন্য পরিকাঠামো উন্নয়নে অর্থবরাদ্দ করা হয়েছে। এবার বিহার থেকেই প্রথম স্লিপার কোচ-সহ বন্দে ভারত চালু করে ভোটের মুখে চমক দিতে চায় মোদি সরকার।
উল্লেখ্য, ১৬০ কিমি প্রতিঘণ্টা গতিতে ছুটতে সক্ষম বন্দে ভারতে আধুনিকতার কোনও খামতি রাখেনি রেল। এই এক্সপ্রেসের উভয় প্রান্তে রয়েছে ড্রাইভার কেবিন। প্রতিটি কোচে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি পরিষেবাও যথেষ্ট ভালো। যাত্রী নিরাপত্তাতেও রয়েছে বিশেষ ব্যবস্থা। যাত্রী স্বচ্ছন্দকে মাথায় রেখে বসার আসনগুলিও বিশেষভাবে তৈরি। এবার লম্বা সফরে রাতের ভ্রমণের জন্য বন্দে ভারতে যুক্ত হচ্ছে স্লিপার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.