Advertisement
Advertisement
Space Mission

চিহ্নিত মহাকাশযানের ত্রুটি, শুভাংশুদের ব্যোমযাত্রার নতুন দিনঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

গত বুধবার মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল শুভাংশুদের।

India's Shubhanshu Shukla's Space mission will launch on June 19
Published by: Kishore Ghosh
  • Posted:June 14, 2025 2:32 pm
  • Updated:June 14, 2025 2:34 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকাশযানে প্রযুক্তিগত ত্রুটির জেরে গত বুধবার পঞ্চমবারের জন্য পিছিয়ে গিয়েছিল শুভাংশুদের ব্যোমযাত্রা। শনিবার ঐতিহাসিক মহাকাশ অভিযানের নতুন দিন ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার, ১৯ জুন আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রের উদ্দেশে পাড়ি দেবেন ভারতীয় মহাকাশচারী এবং তাঁর বিদেশি সঙ্গীরা।

Advertisement

শনিবার এক্স হ্যান্ডেলে অ্যাক্সিয়ম-৪ অভিযানের নতুন দিন জানান কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে বলা হয়েছে, মহাকাশচারী শুভাংশু শুক্লকে নিয়ে অ্যাক্সিয়ম-৪ অভিযান শুরু হবে আগামী ১৯ জুন। প্রযুক্তিগত সমস্যা চিহ্নিত করেছে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স। সেই মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত বুধবার মহাকাশ যাত্রা পিছিয়ে দেওয়ার কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিল স্পেসএক্স।

স্পেসএক্স-এর তৈরি ড্রাগন মহাকাশযানে চেপেই আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে রওনা দিচ্ছেন শুভাংশু-সহ চার মহাকাশচারী। যাত্রা শুরুর আগেই বুধবার সকালে এক্স হ্যান্ডেলে মাস্কের সংস্থার তরফে জানানো হয়, এই মহাকাশযাত্রার জন্য যে ফ্যালকন-৯ রকেট ব্যবহার করার কথা ছিল তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। যার জেরেই আপাতত স্থগিত রাখা হচ্ছে যাত্রা। সেদিন যাত্রার নতুন দিন জানা না গেলেও শনিবার তা জানা গেল।

উল্লেখ্য, বেসরকারি সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাওয়ার জন্য তৈরি ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তাঁর সঙ্গী মহাশূন্যে দীর্ঘ সময় কাটানো বর্ষীয়ান নভোচর পেগি হুইটসন এবং পোল্যান্ড, হাঙ্গেরির দুই নভোচর। উদ্দেশ্য ছিল, ১৪ দিন তাঁরা আইএসএসে থাকবেন, বিভিন্ন পরীক্ষানিরীক্ষা চালাবেন। নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে দলটি এই কাজ করবে। শুভাংশু ভারতের নিজস্ব স্পেস মিশন ‘গগনযান’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এই অভিযানের মাধ্যমে। অ্যাক্সিয়ম-৪ ক্যাপসুলে এই চারজনের ওড়ার কথা ছিল মঙ্গলবার বিকেল নাগাদ। কিন্তু আবহাওয়া অনুকূল নয় বলে শেষ বেলায় বাতিল করা হয় অভিযান। বলা হয়, বুধবার বিকেলে শূন্যে পাড়ি দেবে যানটি। তবে এবার অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল অভিযান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ