সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেকারত্বের হারে ফের অস্বস্তিতে মোদি সরকার। কেন্দ্রেরই রিপোর্টে বলা হচ্ছে, দেশে সার্বিকভাবে বেকারত্বের হার কমলেও তরুণীদের মধ্যে হু হু করে বাড়ছে কর্মহীনতা। কেন্দ্রের ‘পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে’ অনুযায়ী, অগস্ট মাসে শহরাঞ্চলের ১৫-২৯ বছর বয়সী মহিলাদের বেকারত্বের হার বেড়ে ২৫.৭ শতাংশ। যা ওই একই পর্যায়ের পুরুষদের তুলনায় ১০ শতাংশ বেশি। গ্রামাঞ্চলেও কাজের ক্ষেত্রে পিছিয়ে মহিলারা।
সদ্যই কেন্দ্রের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ণ মন্ত্রক দেশে বেকারত্ব সংক্রান্ত রিপোর্ট প্রকাশ্যে এনেছে। যেখানে দেখা যাচ্ছে, দেশের সামগ্রিক বেকারত্বের হার ৫.১ শতাংশ। জুলাই মাসে দেশে বেকারত্বের হার ছিল ৫.২ শতাংশ। অর্থাৎ জুলাইয়ের থেকে সার্বিক বেকারত্ব কমেছে। শুধু এ মাসে নয়, গত পাঁচ মাসের মধ্যেই সর্বনিম্ন বেকারির হার। কিন্তু এই সমীক্ষাতে চিন্তা অন্য জায়গায়। ওই সমীক্ষাতেই দেশে মহিলাদের বেকারত্বের যে হার উঠে এসেছে সেটা রীতিমতো উদ্বেগের।
‘পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে’ অনুযায়ী, অগস্ট মাসে শহরাঞ্চলের ১৫-২৯ বছর বয়সী মহিলাদের বেকারত্বের হার বেড়ে ২৫.৭ শতাংশে দাঁড়িয়েছে যা পুরুষদের তুলনায় ১০ শতাংশ বেশি। গ্রামাঞ্চলেও কাজের ক্ষেত্রে ১৫-২৯ বছর বয়সি পুরুষ এবং মহিলাদের মধ্যে বৈষম্য প্রবল। আগস্টে তরুণদের বেকারত্বের হার কমে ১২.৬ শতাংশ হলেও মহিলাদের ক্ষেত্রে বেকারত্বের হার বেড়ে হয়েছে ১৪.৩ শতাংশ।
প্রতিশ্রুতি ছিল বিজেপি ক্ষমতায় এলে বছরে ২ কোটি চাকরি দেবে সরকার। যদিও গত ১১ বছরে ‘জুমলা’ প্রতিশ্রুতি থেকে দায় ঝেড়ে ফেলেছে মোদি সরকার। এক দশকে বারবার সামনে এসেছে দেশে বাড়তে থাকা বেকারত্বের ভয়াবহ রিপোর্ট। এবার সার্বিকভাবে কাজের বাজারে মহিলাদের সংকটের ভয়াবহ ছবি উঠে এল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.