Advertisement
Advertisement
IndiGo Flight

আবার আমেদাবাদ, এবার ইন্ডিগোর বিমানের ইঞ্জিনে আগুন! বিপদ বুঝে মে-ডে কল পাইলটের

তারপর কী হল?

IndiGo Flight Catches Fire Before Takeoff at Ahmedabad
Published by: Kishore Ghosh
  • Posted:July 23, 2025 4:46 pm
  • Updated:July 23, 2025 7:06 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকাশপথে আতঙ্কের বিরাম নেই। এবার আহমেদাবাদ থেকে দিউগামী ইন্ডিগোর বিমানের দু’টি ইঞ্জিনেই আগুন লাগল! টেকঅফের ঠিক আগের মুহুর্তের ঘটনা। বিমানটিকে মূল রানওয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন পাইলট। তখনই বিপদ বুঝতে পেরে এটিএসকে মে-ডে কল পাঠান পাইলট। তড়িঘড়ি যাত্রী-সহ মোট ৬০ জনকে উড়ান থেকে নামানো হয়। ফলে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে।

Advertisement

আহমেদাবাদ বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১১ নাগাদ ইন্ডিগোর বিমানটির দিউর উদ্দেশে যাত্রা করার কথা ছিল। বিমান সংস্থার মুখপাত্র বলেন, ২৩ জুলাই, মঙ্গলবার আহমেদাবাদ থেকে দিউগামী ইন্ডিগোর ৬ই ৭৯৬৬ উড়ানে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। নিয়ম অনুযায়ী পাইলট সমস্যার কথা জানান এটিএসকে। টেকঅফের সিদ্ধান্ত স্থগিত করেন তিনি। ওই মুখপাত্র আরও জানান, বিমানটিকে প্রয়োজনীয় পরীক্ষা করা হবে। যান্ত্রিক ত্রুটি থাকলে ঠিক তা সারিয়ে তবেই সেটিকে উড়ানের অনুমতি দেওয়া হবে। এক বিবৃতিতে বিমান সংস্থার তরফে আরও বলা হয়েছে, “গ্রাহকদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। তাদের জন্য জল ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তী ফ্লাইটে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, অন্যথায় টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে।”

এদিকে সোমবারই অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টগামী একটি বিমানে আগুন লাগে। জানা গিয়েছে, যাত্রীদের মালপত্রের ভিতর ছিল একটি পাওয়ার ব্যাঙ্ক। তা থেকেই মাঝআকাশে আচমকা আগুন লেগে যায় যাত্রিবাহী বিমানের অন্দরে। বিমানকর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়। এর কিছু ক্ষণ পরেই নিরাপদে অবতরণ করে বিমানটি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ