সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখলে মনে হতেই পারে কোনও ছ্যাকড়া গাড়ির আসন। কিন্তু আদপে আসনটি ইন্ডিগো (Indigo) বিমানের! এমনই দাবি এক তরুণীর। তাঁর অভিযোগ, তিনি যে বিমানে সফর করেছিলেন, সেটির আসনের এমনই করুণ দশা! পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে।
অবন্তিকা রাজ শাহ নামের ওই তরুণী এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন বিমানের অভ্যন্তরের। সেখানে দেখা যাচ্ছে আসনে বসার অংশটি থেকে কুশন গায়েব! ছবিটি শেয়ার করে ওই নেটিজেন লেখেন, ‘সুন্দর ইন্ডিগো- আশা করি নিরাপদে নামতে পারব। এটাই আপনাদের বেঙ্গালুরু থেকে ভোপালগামী ৬ই ৬৪৬৫ বিমান।’
Beautiful — I do hope I land safely! 🙂
This is your flight from Bengaluru to Bhopal 6E 6465.— Yavanika Raj Shah (@yavanika_shah)
ওই পোস্টেই প্রতিক্রিয়া জানিয়েছে ইন্ডিগো। সংস্থার তরফে সাফাই হিসেবে লেখা হয়েছে, ‘ম্যাম, আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ধন্যবাদ। ওই সিট কুশন বিমান ছাড়ার আগে সরিয়ে দেওয়া হয় পরিষ্কার করার জন্য।’ এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া বলে জানিয়ে বিমান সংস্থার পক্ষে এও লেখা হয়, ‘আমরা আমাদের উপভোক্তাদের সর্বোচ্চ পর্যায়ের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিষেবা দিতে দায়বদ্ধ।’ প্রসঙ্গত, পোস্টটিতে লাইকের সংখ্যা ১০ হাজার ছাপিয়ে গিয়েছে। বহু নেটিজেনই সেখানে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সব মিলিয়ে ছবিটি ঘিরে তুঙ্গে জল্পনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.