সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মক্ষেত্রে জাতিগত বিদ্ধেষের অভিযোগ তুলে ইন্ডিগোর তিন শীর্ষ কর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন এক ট্রেনি পাইলট। ৩৫ বছর বয়সি ওই ট্রেনি পাইলটের অভিযোগ, শুধুমাত্র তফশিলি জাতিভুক্ত হওয়ার কারণেই তাঁকে একাধিকবার হেনস্তার শিকার হতে হয়েছে। এমনকী সংস্থার হেড অফিসের তিন সিনিয়র কর্তা তাঁকে অপমান করে বলেছেন, ‘আপনি প্লেন চালানোর যোগ্য নন, ফিরে গিয়ে জুতো সেলাই করুন।’
এই ঘটনার পর ওই পাইলট বেঙ্গালুরু থানায় একটি FIR দায়ের করেন। পুলিশ ‘জিরো এফআইআর’ হিসাবে মামলা গ্রহণ করে। পরে তা পাঠিয়ে দেওয়া হয় গুরুগ্রাম থানায়। এই FIR-এ ইন্ডিগোর তিন সিনিয়র কর্তা তাপস দে, মণীশ সাহানি এবং ক্যাপ্টেন রাহুল পাটিলের নাম রযেছে। প্রত্যকের বিরুদ্ধে এসসি-এসটি আইনে মামলা দায়ের করা হয়েছে।
ওই ট্রেনি পাইলটের অভিযোগ, গত ২৮ এপ্রিল হেড অফিসে একটি মিটিং চলাকালীন তাঁকে উদ্দেশ্য করে অপমানজনক কথাবার্তা বলা হয়। এক সিনিয়র আধিকারিক বলেন, ‘আপনি বিমান ওড়ানোর যোগ্য নন, ফিরে যান এবং জুতো সেলাই করুন।’ এমনকী এই কথাও বলা হয় যে, ‘আপনি এই অফিসের দারোয়ান হওয়ারও যোগ্য নন।’ এছাড়াও চাকরি ছাড়ার জন্য নানাভাবে মানসিক চাপ দেওয়া হয় বলে অভিযোগ করেন ওই ট্রেনি পাইলট। নানা ভাবে বেতন থেকে টাকা কেটে নেওয়া, বারবার ওয়ার্নিং লেটার পাঠানো হয় বলেও অভিযোগ। অবশেষে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন ওই ট্রেনি পাইলট।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই ইন্ডিগোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন তাঁরা। যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত ইন্ডিগোর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.