Advertisement
Advertisement
Indigo

খারাপ আবহাওয়ায় বিপদ মুম্বই বিমানবন্দরে, মাটি ছুঁল ইন্ডিগোর বিমানের লেজ! তারপর…

বিমানসংস্থা বিষয়টি নিশ্চিত করেছেন।

IndiGo plane tail touches runway at Mumbai amid bad weather
Published by: Kishore Ghosh
  • Posted:August 16, 2025 7:44 pm
  • Updated:August 16, 2025 9:43 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খারাপ আবহাওয়ার কারণে ভয়ংকর দুর্ঘটনা ঘটে যেতে পারত। মুম্বই বিমানবন্দরে নামার সময় মাটি লেগে গেল ইন্ডিগোর একটি বিমানের লেজ। যদিও বড়সড় বিপদ থেকে রক্ষা পায় উড়ানটি। বিমানসংস্থা নিশ্চিত করেছে, শেষ পর্যন্ত নিরাপদে মাটিতে নেমেছে নির্দিষ্ট বিমানটি। বিমানে থাকা যাত্রী, বিমানকর্মী এবং পাইলট সুস্থ শরীরে বিমান থেকে নেমেছেন।

Advertisement

বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে, ভারী বৃষ্টির মধ্যে ব্যাঙ্কক থেকে আসা ইন্ডিগোর ওই বিমানটি মুম্বইয়ে অবতরণ করে। তখনই বিপদ ঘটে যায়। রানওয়েতে ঘষটে যায় বিমানের পিছনের অংশ। যদিও দুর্ঘটনা ঘটতে দেনেনি পাইলট। দক্ষতার সঙ্গে পরিস্তিতি সামাল দেন তিনি। ইন্ডিগোর এক মুখপাত্র বলেন, “বড়সড় কিছু হয়নি। পরে চালক অন্য পদ্ধতিতে বিমানটি অবতরণ করিয়েছেন। নিয়ম মেনে বিমানটি এ বার ভাল ভাবে পরীক্ষা করা হবে। সব কিছু ঠিক থাকলে তবেই ওড়ার ছাড়পত্র দেওয়া হবে।”

প্রসঙ্গত, ক’দিন আগেই ১৭০০ পাইলটের ‘সিমুলেটর প্রশিক্ষণে’ গলদের অভিযোগে বিমান সংস্থা ইন্ডিগোকে শোকজ নোটিস পাঠিয়েছে কেন্দ্রের অসমারিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। সূত্রের খবর, এই বিষয়ে বিমান সংস্থার দেওয়া তথ্য় খতিয়ে দেখে হয়েছিল, ইন্ডিগোর জবাবে সন্তুষ্ট না হয়েই শোকজ নোটিস পাঠায় ডিজিসিএ। 

ডিজিসিএ রিপোর্টে বলা হয়েছে, ১৭০০ পাইলটের ‘সি ক্যাটাগরি’র অর্থাৎ কঠিন পরিস্থিতিতে উড়ানের প্রশিক্ষণে সঠিক মানের সিমুলেটর (ককপিটে বিমান ওড়ানোর যন্ত্র) ছিল না। সেগুলি কালিকট, লেহ কিংবা কাঠমন্ডুর মতো পাহাড়ের মাথায় ঝুঁকিপূর্ণ ছোট বিমানবন্দর নামার উপযুক্ত ছিল না। শোকজের বিষয়টি স্বীকার করে ইন্ডিগো জানিয়েছে, “আমাদের পাইলটদের সিমুলেটর প্রশিক্ষণ নিয়ে শোকজ নোটিস পাঠিয়েছে ডিজিসিএ। আমরা কারণ দর্শানোর নোটিস খতিয়ে দেখছি। কেন্দ্রীয় সংস্থার বেঁধে দেওয়া সময়ের মধ্যেই আমরা উত্তর দেবো।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ