ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শত্রুর ‘বন্ধু’ মানে সেও কমবেশি শত্রু। তারও ক্ষমা নেই! সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানকে সবক শেখাতে অপারেশন সিঁদুর আবহে এই নীতিতেই বিশ্বাসী ভারত। তাই পাক-বন্ধু তুরস্ককে আর এক মিনিটও বরদাস্ত নয়, কোনও সম্পর্ক রাখা চলবে। দেশের বিমান সংস্থা ইন্ডিগোর আবেদন উড়িয়ে শুক্রবার কেন্দ্র নির্দেশ দিল, অবিলম্বে তুরস্কের যে সংস্থা থেকে ইন্ডিগো লিজ নিয়েছিল, সেই ‘টার্কিশ এয়ারলাইন্স’-এর সঙ্গে চুক্তি ছ’মাস বৃদ্ধিতে অনুমোদন দেওয়া যাবে না। তবে যাত্রী পরিষেবার কথা ভেবে কিছুটা ছাড় দেওয়া হয়েছে ইন্ডিগোকে। ৩১ আগস্ট পর্যন্ত দুই সংস্থা একসঙ্গে কাজ করতে পারবে।
জানা গিয়েছে, তুরস্কের ওই সংস্থা থেকে দু’টি বোয়িং ৭৭৭ বিমান লিজে নিয়েছে ইন্ডিগো। যাত্রী পরিবহণে কাজ করে ওই বিমান দুটি। ইন্ডিগোর সঙ্গে তুরস্কের এই সংস্থার লিজের মেয়াদ ছিল আগামী ৩১ আগস্ট পর্যন্ত। তা আরও ৬ মাস যাতে বাড়ানো যায়, কেন্দ্রের অসামরিক বিমান প্রতিরক্ষা মন্ত্রকের কাছে সেই আবেদন জানানো হয়েছিল ইন্ডিগোর তরফে।
কিন্তু সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘাতের পরিবেশে তুরস্কের ভূমিকায় ক্ষুব্ধ নয়াদিল্লি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহের প্রাণ যাওয়ার পরও সন্ত্রাসে ‘মদতদাতা’ ইসলামাবাদকেই সমর্থন করে গিয়েছে আঙ্কারা। তাই তাদের সঙ্গে যাবতীয় ছেদ করতে উদ্যত মোদি সরকার। দেশের বিমানবন্দরগুলির কাজে সেলেবি অ্যাভিয়েশনের সঙ্গে যে চুক্তি ছিল, তাও অবিলম্বে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এই আওতায় পড়ে ‘টার্কিশ এয়ারলাইন্স’ও। আর তাই ইন্ডিগোর আবেদনে কর্ণপাত না করে কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে, তুরস্কের ওই সঙ্গে চুক্তির মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধির প্রশ্ন নেই, তবে যাত্রী পরিষেবা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের কথা মাথায় রেখে ৩১ আগস্ট পর্যন্ত তা মঞ্জুর করা হচ্ছে। তারপর আর একটি দিনও নয়।
ইন্ডিগোর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ”আমরা একটা শেষ সুযোগ পেয়েছি। আগামী তিনমাস অর্থাৎ ৩১ আগস্ট পর্যন্ত তুরস্কের বিমান সংস্থার সঙ্গে চুক্তি অনুযায়ী কাজ করব। তারপর আমরা ওই সংস্থার সঙ্গে চুক্তিতে ইতি টানব। আরও কখনও কোনও চুক্তির অনুমোদন চাইব না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.