Advertisement
Advertisement
Uttar Pradesh

দুধের শিশুকে ডুবিয়ে মারল বানরবাহিনী! উত্তরপ্রদেশের গ্রামে হাড়হিম ঘটনা

মর্মান্তিক এই ঘটনা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা। বনদপ্তরের গাফিলতিরও অভিযোগ করছেন তাঁরা।

Infant sleeping at home in Uttar Pradesh snatched by monkeys

প্রতীকী ছবি

Published by: Rakes Kanjilal
  • Posted:September 5, 2025 7:02 pm
  • Updated:September 5, 2025 7:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঁদরের কীর্তিতে চাঞ্চল্য ছড়াল উত্তরপ্রদেশের সীতাপুর গ্রামে। একরত্তি ঘুমন্ত শিশুকে মেরে ফেলেছে বাঁদরের দল, এমনটাই জানাচ্ছেন শিশুটির বাড়ির লোকজন। মর্মান্তিক এই ঘটনা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা। প্রশাসনিক গাফিলতিরও অভিযোগ করছেন তাঁরা। দীর্ঘদিন ধরে বানরবাহিনীর তাণ্ডব নিয়ে অভিযোগ করলেও পদক্ষেপ করেনি বনদপ্তর।   

Advertisement

মৃত শিশুর আত্মীয়রা বলছেন, ২ মাসের ঘুমন্ত শিশুকে ঘরে রেখে বাড়ির নিত্য কাজ সারছিলেন তাঁরা। সেই সুযোগেই বাঁদরের দল ঘরে ঢুকে শিশুটিকে আঁচড়ে-কামড়ে দেয়। কারপর শিশুটিকে জল ভর্তি ড্রামে ফেলে দেয়। শিশুটির খোঁজ না পেয়ে বাড়ির সর্বত্র খোঁজ খোঁজ রব পড়ে যায়। শেষ পর্যন্ত জলের ড্রাম থেকে ওই শিশুর দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এমন একটা মর্মান্তিক দু্র্ঘটনা ঘটে যাওয়ায় গ্রামবাসীদের মধ্যে ব্যাপক দুঃখ ও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা দাবি করেছেন, বহুদিন ধরেই এলাকায় বানরের উৎপাত চলছে। বহুবার জানানো সত্বেও বনদপ্তর ও প্রশাসন এই নিয়ে কোনও পদক্ষেপ নেয়নি। বানরের আক্রমণে প্রতিদিনই কেউ না কেউ আহত হচ্ছে। তাদের উৎপাতে সম্পত্তির ক্ষতিও হচ্ছে। ভবিষ্যতে যাতে বানরের হাতে শিশুমৃত্যুর মতো ঘটনা আর না ঘটে প্রশাসনের কাছে অবিলম্বে তার ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement