Advertisement
Advertisement

Breaking News

Pakistani spy

পাকিস্তানকে অপারেশন সিঁদুরের তথ্য পাচার! রাজস্থান থেকে পাকড়াও আরও এক পাক চর

অভিযুক্তের ফোন বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Information about Operation Sindoor leaked to Pakistan, another Pakistani spy arrested from Rajasthan
Published by: Gopi Krishna Samanta
  • Posted:May 25, 2025 2:09 pm
  • Updated:May 25, 2025 2:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের মাটি থেকে ফের গ্রেপ্তার পাকিস্তানের চর! অপারেশন সিঁদুর চলাকালীন পাক গুপ্তচরদের সঙ্গে ফোনে যোগাযোগ, ভারতের একাধিক তথ্য পাক হ্যান্ডেলারদের কাছে পৌঁছে দেওয়ার অভিযোগে রবিবার রাজস্থানের ডিগ থেকে একজনকে গ্রেপ্তার করল পুলিশ।

জানা গিয়েছে, ধৃতের নাম কাসিম। বয়স ৩২ বছর। পাক গুপ্তচর সংস্থা ISI-এর একাধিক আধিকারিকের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ ছিল বলে তদন্তকারী আধিকারিকদের দাবি। ওই ব্যক্তি একাধিকবার পাকিস্তানেও গিয়েছিলেন বলে জানা গিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি তাঁর ফোনও বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। পুলিশ জানিয়েছে, ফোনটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কয়েকদিন আগেই গুজরাট পুলিশের গোয়েন্দারা কচ্ছের ভারত-পাক সীমান্ত এলাকা থেকে পাক চর সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। অভিযুক্ত সহদেব সিং গোহিল পেশায় একজন স্বাস্থ্য কর্মী। পাক গুপ্তচর সংস্থা ISI-এর সঙ্গে যোগাযোগ রাখা এবং দেশের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তাদের কাছে পৌঁছে দেওয়ার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দারা জানান, অভিযুক্ত জেরায় অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন।

উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পর গোয়েন্দারা জানতে পারেন বেশ কয়েকজন ‘গদ্দার’ দেশের নিরাপত্তা সংক্রান্ত একাধিক তথ্য পাকিস্তানের হাতে তুলে দিচ্ছেন। এরপরই গ্রেপ্তার করা হয়  ‘সুন্দরী’ ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে একাধিক বিস্ফোরক তথ্য হাতে আসে গোয়েন্দাদের। এরপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ ক’জনকে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়। এবার একই অভিযোগে রাজস্থান থেকে আরও একজনকে গ্রেপ্তার করলেন গোয়েন্দারা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement