Advertisement
Advertisement
Bengaluru

শৌচাগারে লুকিয়ে মহিলা সহকর্মীর ভিডিও রেকর্ড! গ্রেপ্তার তথ্যপ্রযুক্তি কর্মী

অভিযুক্ত যুবকের মোবাইল থেকে আরও অন্য মহিলার ভিডিও পাওয়া গিয়েছে।

Infosys man arrested for filming women inside office Washroom at Bengaluru
Published by: Subhankar Patra
  • Posted:July 2, 2025 6:35 pm
  • Updated:July 2, 2025 6:43 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল: অফিসের শৌচাগারে লুকিয়ে সহকর্মীর অশ্লীল ভিডিও করছিলেন যুবক। বুঝতে পেরে হাতেনাতে অভিযুক্তকে ধরলেন বাকিরা। গ্রেপ্তার করা হয়েছে যুবককে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর এক আইটি অফিসে।

Advertisement

ধৃতের নাম স্বপ্নীল মাঝি। বয়স ৩০ বছর। তিনমাস আগে তিনি আইটি কোম্পানি ইনফোসিসে সিনিয়র অ্যাসোসিয়েট হিসাবে যুক্ত হন। অভিযোগাকারী মহিলা সংস্থায় দীর্ঘদিন কাজ করছেন। গত মাসের ৩০ তারিখ তিনি শৌচাগার ব্যবহারের সময় বুঝতে পারেন, একটি মোবাইলে ভিডিও করা হচ্ছে। সঙ্গে সঙ্গে শৌচাগার থেকে বেরিয়ে চিৎকার করেন। ছুটে আসেন উপস্থিত বাকি কর্মীরা। তখনই তল্লাশি চালিয়ে স্বপ্নীলকে পাকড়াও করেন সহকর্মীরা।

ফোনটি কেড়ে তল্লাশি চালান সহকর্মীরা। যুবকের ফোন থেকে ওই মহিলা-সহ আরও মহিলা কর্মীদের ভিডিও উদ্ধার করা হয়েছে। এছাড়াও ইন্টারনেট থেকে ডাউনলোড করা অনেকগুলি ভিডিও পাওয়া গিয়েছে। এরপরই অভিযোগকারী মহিলার ভিডিওর একটা স্ক্রিনশট নিয়ে আসল ভিডিওটি ডিলিট করানো হয়। অভিযোগ জানানো হয় অফিসের এইচআরের কাছেও।

মহিলার পরিবার বিষয়টি জানার পর যুবকের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে ৭৭ নম্বর ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি ইনফরমেশন টেকনলেজি আইনেও মামলা দায়ের করা হয়েছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত ইনফোসিসের তরফ থেকে কিছু বলা হয়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ