সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ধাক্কায় ১২ হাজার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিস। তার মধ্যেই এবার সুখবর শোনাল ইনফোসিস। এবছরে মোট ২০ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে তথ্যপ্রযুক্তি সংস্থাটি।
ইনফোসিসের চিফ এক্সিকিউটিভ অফিসার সলিল পারেখ বলেন, “ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থাটি কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বিনিয়োগর পাশাপাশি কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করছে।” তিনি আরও বলেন, “ইনফোসিস ইতিমধ্যেই ১৭ হাজার নতুন কর্মী নিয়োগ করেছে। শুধু তাই নয়, এই বছরের মধ্যে সংস্থাটি আরও ২০ হাজার কর্মী নিয়োগ করবে। তবে সেই নিয়োগে নতুনদের অগ্রাধিকার দেওয়া হবে। কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগের পাশাপাশি ইনফোসিস কর্মীদের দক্ষতা বৃদ্ধিতেও বিশেষ মনোযোগ দিচ্ছে। ইতিমধ্যেই সংস্থাটি বিভিন্ন স্তরে ২.৭৫ লক্ষেরও বেশি কর্মচারীকে প্রশিক্ষণ দিয়েছে।”
প্রসঙ্গত, কয়েকদিন আগেই টিসিএস ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। টিসিএসের ইতিহাসে সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ে প্রভাব পড়বে মিডল ও সিনিয়র স্তরের কর্মীদের উপরে। সংস্থার সিইও কে কৃতিবাসন একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়া কঠিন, কিন্তু প্রয়োজনীয়। এটা এআই-এর কারণে ২০ শতাংশ প্রোডাক্টিভিটি বাড়ার জন্য নয়। কোথাও কোথাও স্কিলের অমিল রয়েছে, কোথাও আবার এমন পরিস্থিতি যেখানে কাউকে ঠিকভাবে নিয়োগ করা যায়নি। তিনি আরও জানান, ২০২৫-২৬ অর্থবর্ষে ধাপে ধাপে কর্মী ছাঁটাই করা হবে। তবে কোনও নির্দিষ্ট অঞ্চল ডিপার্টমেন্ট ধরে নয়, দেশজুড়ে এই ছাঁটাই করা হবে।
উল্লেখ্য, ভারতের ২৮৩ বিলিয়ন ডলারের তথ্য প্রযুক্তির বাজার খানিকটা দুর্বল হয়ে পড়েছে। অন্যতম কারণ চাহিদা কমা। এছাড়াও ক্রমাগত মুদ্রাস্ফীতি এবং নয়া মার্কিন বাণিজ্য নীতির প্রভাব পড়ছে। গত মাসেই বেঞ্চিং পলিসিতে বদল এনেছে টিসিএস। নতুন অ্যাসোসিয়েটদের জন্য ডিপ্লয়মেন্ট পলিসি এনেছে তারা। প্রত্যেক কর্মীর জন্য বছরে ২২৫ দিন বিলিং বাধ্যতামূলক করা হয়েছে। বেঞ্চ টাইম কমিয়ে বছরে ৩৫ দিন করে দেওয়া হয়েছে। এসবের মধ্যেই এবার কর্মী নিয়োগের ঘোষণা করল ইনফোসিস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.