সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলি হানায় মৃত ইরানি নেতৃত্বের ছবি নিয়ে মহরমের শোভাযাত্রা বেরল শ্রীনগরে। ইরান এবং ইরানি মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী হেজবোল্লার পতাকাও দেখা গেল মহরমের শোভাযাত্রায়। সঙ্গে ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের ছবিও।
প্রথা মেনে মহরম মাসের অষ্টম দিনে বিরাট শোভাযাত্রা বের করেন শিয়া মুসলিমরা। গত তিনবছর ধরে শ্রীনগরের গুরু বাজার থেকে ডালগেট পর্যন্ত এই শোভাযাত্রার অনুমতি দেয় পুলিশ। দিনের নির্দিষ্ট একটি সময়ে শোভাযাত্রা বের করেন শিয়া মুসলিমরা। এবারের শোভাযাত্রার আগেই ইরান এবং হেজবোল্লার পতাকা সরিয়ে ফেলা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও মহরমের শোভাযাত্রায় জ্বলজ্বল করল শিয়া ধর্মাবলম্বী ইরানের পতাকা। জঙ্গিগোষ্ঠী হেজবোল্লার পতাকাও উড়ল মহরমের শোভাযাত্রায়।
প্রসঙ্গত, ১৯৯১ সাল থেকে শ্রীনগরে মহরমের শোভাযাত্রা বেরনো বন্ধ করে দেওয়া হয়। ধর্মীয় শোভাযাত্রায় নাশকতা হতে পারে, শোভাযাত্রার অপব্যবহার করতে পারে জঙ্গিরা-সেই আশঙ্কায় দীর্ঘদিন শোভাযাত্রা বেরনো বন্ধ ছিল। তবে ৩৭০ ধারা বিলোপের পর ২০২৩ থেকে আবারও মহরমের শোভাযাত্রার অনুমতি দেয় পুলিশ। কিন্তু পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া পড়ল মহরমের শোভাযাত্রায়। ফলে প্রশ্ন উঠছে, শান্তিপূর্ণ মিছিলে কেন জঙ্গিদের পতাকা উড়ল?
ধর্মীয় শোভাযাত্রায় পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া অবশ্য নতুন নয়। চলতি বছরের রামনবমীর মিছিলে ইজরায়েলের পতাকা দেখা গিয়েছিল ভাটপাড়ায়। ঘোষপাড়া রোডের ভাটপাড়ার আর্য সমাজ মোড় থেকে হনুমান মন্দির পর্যন্ত মিছিলে উপস্থিত ছিলেন বারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তাঁর একহাতে দেখা যায় হনুমানজির পতাকা, আরেক হাতে ইজরায়েলের পতাকা। সাফাই দিয়ে তিনি বলেছিলেন, মহরমের মিছিলে প্যালেস্টাইনের পতাকা বের হয়। তাহলে রামনবমীতে ভারত-বন্ধু ইজরায়েলের পতাকা নিলে কী দোষ? তবে শ্রীনগরে যেভাবে জঙ্গি হেজবোল্লার পতাকা উড়েছে মহরমের মিছিলে, তাতে প্রশ্ন উঠছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.