সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামিকাল সংসদে পেশ হতে চলেছে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট। চলতি বছরের এই বাজেটকে কেন্দ্র করে ফুলেফেঁপে উঠেছে প্রত্যাশার বেলুন। লাগাতার নিম্নমুখী দেশের বিনিয়োগ বাজারও পাখির চোখ করেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারণের পেশ করা এই বাজেটকে। তবে দালাল স্ট্রিটের সমস্যা বেঁধেছে অন্য জায়গায়। এবারের বাজেট সংসদে পেশ হতে চলেছে শনিবার। কিন্তু নিয়ম অনুযায়ী এই দিন বন্ধ থাকে বিনিয়োগের বাজার। প্রশ্ন উঠছে, তবে কি বিশেষ দিন উপলক্ষে শনিবারও খুলতে চলেছে শেয়ার বাজারের তালা?
নিয়ম অনুযায়ী, সোম থেকে শুক্রবার সকাল ৯.১৫টা থেকে দুপুর ৩.৩০ পর্যন্ত খোলা থাকে দেশের শেয়ার বাজার। শনি-রবি ছাড়াও জাতীয় ছুটির দিনগুলিতে বন্ধ রাখা হয় দালাল স্ট্রিট। তবে বিশেষ বিশেষ দিনে কিছু সময়ের জন্য চালু রাখা হয় ‘স্পেশাল ট্রেডিং’। যেমন দিওয়ালি, ধনতেরস। সেই নিয়মে এবার কিছুটা ব্যতিক্রম হতে চলেছে। বাজেটের মতো বিশেষ দিনকে কোনওভাবেই হারাতে নারাজ দালাল স্ট্রিট। সম্প্রতি এনএসই ও বিএসই-এর তরফে জানানো হয়েছে, অন্যান্য দিনের মতোই আগামী শনিবার ট্রেডিং করতে পারবেন বিনিয়োগকারীরা। পুরদমে চালু থাকবেন দেশের শেয়ার বাজার।
জানা যাচ্ছে, শেয়ার বাজারের ইতিহাসে এই ঘটনা একেবারেই ব্যতিক্রম নয়। এর আগে ২০২০ সালে সংসদে বাজেট পেশ হয়েছিল ১ ফেব্রুয়ারি। সেদিনও ছিল শনিবার। সরকারের মতোই প্রথা ভেঙে সেবারও ছুটির দিনে বিশেষ ‘ট্রেডিং সেশান’ আয়োজন করেছিল দালাল স্ট্রিট। তারও আগে ২০১৫ সালে ২৮ ফেব্রুয়ারি এমনই ছুটির দিনে বাজেট পেশ হওয়ায় খোলা রাখা হয়েছিল শেয়ার বাজার। এবারও তার কোনও ব্যতিক্রম হচ্ছে না।
উল্লেখ্য, গত বছর একটা সময় পর্যন্ত শেয়ার বাজারে বিরাট উত্থান দেখা গেলেও, শেষলগ্নে বিপুল রক্তক্ষরণ হয়েছে বাজারে। এর পিছনে মূল কারণ ছিল আন্তর্জাতিক রাজনীতির টালমাটাল পরিস্থিতি। তবে দেশেও অন্দরেও একাধিক ক্ষেত্র টেনে নামাচ্ছিল বাজারকে। আগ্রহ হারাচ্ছিলেন বিদেশি বিনিয়োগকারীরা। যার জেরে বাজার থেকে টাকা তুলে নিচ্ছিলেন বিদেশি বিনিয়োগকারীরা। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে সরকার কোন পথে পা বাড়ায় সেদিকেই নজর থাকবে দেশের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.