Advertisement
Advertisement
ISC Results 2025

ICSE এবং ISC-র ফলপ্রকাশ, পাশের হারে বাংলার ছাত্রদের টেক্কা ছাত্রীদের

আইসিএসই এবং আইএসসি দুই পরীক্ষাতেই নজির গড়ল বাংলা।

ISC, ICSE Results 2025 out, pass out percentage of WB Girls more than boys

ছবি: অরিজিৎ সাহা।

Published by: Paramita Paul
  • Posted:April 30, 2025 1:41 pm
  • Updated:May 3, 2025 6:04 pm  

ধীমান রক্ষিত: আইসিএসই এবং আইএসসি দুই পরীক্ষাতেই নজির গড়ল বাংলা। বুধবার ফল প্রকাশিত হয়েছে। কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন বা সিআইএসসিই আয়োজিত দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাতে ছাত্রদের টেক্কা দিল ছাত্রীরা। দুই পরীক্ষাতেই ছাত্রদের তুলনায় পাশের হার বেশি ছাত্রীদের। পাশের হারে এগিয়ে দক্ষিণ এবং পশ্চিমাঞ্চল। দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

বোর্ডের তথ্য বলছে, গোটা দেশে দ্বাদশ শ্রেণি বা আইএসসি-তে পাশের হার ৯৯.০২ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাশের হার ৯৯.৪৫ শতাংশ। আর ছাত্রদের পাশের হার ৯৮.৬৪ শতাংশ। এবার মোট ৯৯ হাজার ৫৫১ জন পরীক্ষা দেন। তাঁদের মধ্যে ৫২ হাজার ৩৩৯ জন ছাত্র এবং ৪৭ হাজার ২১২ জন ছাত্রী। সবচেয়ে বেশি পাশের হার দক্ষিণাঞ্চলে (৯৯.৭৬ শতাংশ)। দ্বিতীয় স্থানে পশ্চিমাঞ্চল (৯৯.৭২ শতাংশ)।

দশম শ্রেণির পরীক্ষা বা আইসিএসই-তে পাশের হার ৯৯.০৯ শতাংশ। পাশের হারে ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা। ছেলেদের পাশের হার ৯৮.৮৪ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৯৯.৩৭ শতাংশ। তাঁদের মধ্যে ১ লক্ষ ৩৩ হাজার ১৩৯ জন ছাত্র এবং ১ লক্ষ ১৭ হাজার ১১০ জন ছাত্রী। পাশের হারে নিরিখে শীর্ষে পশ্চিমাঞ্চল (৯৯.৮৩ শতাংশ)। দ্বিতীয় স্থানে দক্ষিণাঞ্চল (৯৯.৭৩ শতাংশ)।

এরাজ্যেও দ্বাদশ এবং দশম শ্রেণিতে পাশের হারের নিরিখে শীর্ষে ছাত্রীরা। আইএসসিই-তে মেয়েদের পাশের হার ৯৯.০৪ শতাংশ। ছেলেদের পাশের হার ৯৮.৫৩ শতাংশ। আর আইএসসিতে মেয়েদের পাশের হার ৯৯.৩৮ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৯৮.২০ শতাংশ।

এরাজ্যেও দ্বাদশ এবং দশম শ্রেণিতে পাশের হারের নিরিখে শীর্ষে ছাত্রীরা। আইসিএসই-তে মোট পাশের হার ৯৮.৭৬ শতাংশ। মেয়েদের পাশের হার ৯৯.০৪ শতাংশ। ছেলেদের পাশের হার ৯৮.৫৩ শতাংশ। আর আইএসসিতে পাশের হার ৯৮.৭৫ শতাংশ। মেয়েদের পাশের হার ৯৯.৩৮ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৯৮.২০ শতাংশ।

ফলাফল দেখা যাচ্ছে //cisce.org অথবা //results.cisce.org, //results.digilocker.gov.in-এ। যারা ফলাফল নিয়ে খুশি নয়, তারা এই পোর্টালের মাধ্যমে পুনর্মূল্যায়ণের আবেদন জানাতে পারবে। এই পোর্টাল খোলা থাকবে ৪ মে পর্যন্ত। নম্বর বৃদ্ধি করতে ফের পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা। সর্বাধিক দু’টি বিষয়ে পরীক্ষা দিতে পারবে। চলতি বছরের জুলাই মাসে সেই পরীক্ষাগ্রহণ।

রাজ্যের সরকারি স্কুলগুলির পাশাপাশি বেসরকারি স্কুলগুলিও ভালো ফল করেছে। যার মধ্যে অন্যতম অ্যাডামস ইন্টারন্যাশনাল স্কুল। দশম শ্রেণির পরীক্ষা বা আইসিএসই-তে গোটা দেশের মধ্যে তৃতীয় হয়েছে এই স্কুলের ছাত্রী পিয়াসা দত্ত এবং রিদ্ধ চক্রবর্তী। প্রাপ্ত নম্বর ৯৯.৬০ শতাংশ। দ্বাদশ শ্রেণি বা আইএসসি-তে গোটা দেশের মধ্যে তৃতীয় হয়েছে দেবপ্রিয় মজুমদার এবং বসুন্ধরা পাল। দুজনের প্রাপ্ত নম্বর ৯৯.৫ শতাংশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement