সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের কুখ্যাত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের ভারতে মাথা মনে করা হত তাকে। সেই সাকিব নাচান-এর মৃত্যু হল শনিবার। নিষিদ্ধ স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (সিমি)-র প্রাক্তন পদাধিকারীও ছিল সে। বুধবার বিকেলে দিল্লির সফদরজং হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে মৃত্যু হয়েছে ৫৭ বছরের সাকিবের।
২০২৩ সাল থেকে তিহার জেলে বিচারাধিন বন্দি ছিল সাকিব। দিল্লি ও মহারাষ্ট্রে আইসিসের জঙ্গি কার্যকলাপের তদন্তে নেমে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ গ্রেপ্তার করে তাকে। মঙ্গলবার জেলের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিল সাকিব। সেদিনই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শনিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। সফদরজং হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতাল ভর্তি হওয়ার কিছুক্ষণ পরেই মস্তিষ্কে রক্তক্ষরণ হয় সাকিবের। গত চারদিন ধরে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন ভারতে ইসলামিক স্টেটের প্রধান নেতা। শনিবার সকালে তার অবস্থার অবনতি হয়। শেষ পর্যন্ত মৃত্যু হয় তার।
সাকিব আব্দুল হামিদ নাচানের বাড়ি মহারাষ্ট্রের থানে জেলায়। নয়ের দশকের শেষের দিকে এবং ২০০০ পরবর্তী সময়ে ‘সিমি’তে প্রবীণ নেতা হিসাবে ক্ষমতা বাড়ছিল তার। যদিও ২০০১ সালেই ‘সিমি’ নিষিদ্ধ হয় ভারতে। ২০০২ এবং ২০০৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় সাকিবের নাম উঠে আসে। ওই সন্ত্রাসবাদী হামলায় ১৩ জনের মৃত্যু হয়েছিল। গ্রেপ্তার করা হয় সাকিবকে। বিচার দশ বছরের জেল হয় তাঁর। ২০১৭ জেলমুক্ত হয় জঙ্গি নেতা। ফের ২০২৩ সালে তাকে গ্রেপ্তার করে এনআইএ। এরপর থেকেই তিহার জেলেই বন্দি ছিল সে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.