Advertisement
Advertisement
ISRO

ব্যোমযাত্রার প্রস্তুতি তুঙ্গে, গগনযানের ইঞ্জিনের সফল পরীক্ষা ইসরোর

শুক্রবার SMPS-এর কর্মক্ষমতা যাচাইয়ের পরীক্ষা চালানো হয়েছিল।

ISRO big step in space technology successfully completes engine for Gaganyaan
Published by: Amit Kumar Das
  • Posted:July 12, 2025 11:09 pm
  • Updated:July 13, 2025 12:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গগনযান মিশনের প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সেই লক্ষ্যেই এবার গগনযানের ইঞ্জিনের সফল পরীক্ষা করল ইসরো। শনিবার ইসরোর তরফে জানানো হয়েছে, গগনযান মিশনের জন্য তৈরি সার্ভিস মডিউল প্রপালশন সিস্টেম (SMPS) তার যোগ্যতা পরীক্ষায় পাশ করেছে। শুক্রবার SMPS-এর কর্মক্ষমতা যাচাইয়ের পরীক্ষা চালানো হয়েছিল। সেই পরীক্ষায় ফুল মার্কস পেয়ে পাশ করেছে ইঞ্জিনটি।

Advertisement

ইসরোর তরফে জানানো হয়েছে ‘ফ্লাইট অফ নমিনাল মিশন প্রোফাইলের’ উদ্দেশে এই পরীক্ষা করা হয়। এটি কোনও আকাশযানের উড়ান পথ ও অন্যান্য গতিবিধি নিয়ন্ত্রণ করে। সেই ইঞ্জিনের সফল পরীক্ষা গগনযানের লক্ষ্য পূরণে বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, এই ইঞ্জিন মহাকাশে যাওয়ার পর এটি গগনযানকে নিয়ন্ত্রণ এবং এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে। এটি কক্ষপথ পরিবর্তন, দিক পরিবর্তন এবং গগনযানের গতি কমাতে এবং গতি বাড়াতে ব্যবহার করা হবে। এছাড়াও, এটি পৃথিবীতে ফিরে আসার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে দুই ধরণের জ্বালানি ব্যবহার করা হবে। বৃহৎ অপারেশনের জন্য তরল অ্যাপোজি মোটর ব্যবহার করা হবে। থ্রাস্টারের জন্য প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করা হবে।

ইসরোর তরফে এই মডেল বিভিন্ন পরিবেশে অন্তত ২৪ বার পরীক্ষা করা হয়েছে। মহাকাশচারীদের জন্য এই ইঞ্জিন প্রস্তুত কিনা তা খতিয়ে দেখতে ১৪ হাজার সেকেন্ড ধরে এটি চালানো হয়। সফলভাবে ফুলমার্কস নিয়ে পরীক্ষায় পাশ করেছে ইঞ্জিনটি। যার অর্থ ইসরো এখন মহাকাশচারীদের জন্য নিরাপদ মহাকাশযান প্রস্তুত করতে সক্ষম।

উল্লেখ্য, গগনযান মিশন হল ভারতের প্রথম মানব মহাকাশযান মিশন। এর লক্ষ্য মহাকাশে ভারতের তরফে নভশ্চর পাঠানোর পাশাপাশি মহাশূন্যে নিজস্ব স্পেস স্টেশন তৈরি। সেই লক্ষ্যে ইতিমধ্যেই আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছেন শুভাংশু শুক্লা। এই গগনযান মিশনের রয়েছে একাধিক ধাপ। সবকিছু সফলভাবে সম্পন্ন হলে আমেরিকা, রাশিয়া ও চিনের পর মহাকাশ প্রযুক্তিতে বিশ্বের চতুর্থ দেশ হয়ে উঠবে ভারত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement