Advertisement
Advertisement
ISRO

ব্যর্থ মহাকাশ অভিযান, পিএসএলভি রকেট ব্যবহার স্থগিত রাখল ISRO

জুন মাসে ইসরোর যে অভিযান, সেখানে অন্য রকেট ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ISRO holds use of PSLV rocket after faliure
Published by: Biswadip Dey
  • Posted:May 25, 2025 11:06 am
  • Updated:May 25, 2025 11:06 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত রবিবার ব্যর্থ হয়েছিল ইসরোর ১০১তম উৎক্ষেপণ অভিযান। পিএসএলভি-সি৬১ রকেটটি ওড়ার পরপরই তাতে যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছিল। উৎক্ষেপণের ২০৩ সেকেন্ডের মধ্যে মিশনের তৃতীয় ধাপে সমস্যা দেখা দেওয়ার পরই তা বাতিল করে দেওয়া হয়। এবার এই ব্যর্থতার মূল কারণ খুঁজতে শুরু করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। পাশাপাশি আপাতত স্থগিত করে দেওয়া হল পিএসএলভি রকেটের ব্যবহার। জুন মাসে ইসরোর যে অভিযান, সেখানে অন্য রকেট ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

গত রবিবার অভিযান ব্যর্থ হওয়ার পরে ইসরোর চিফ ভি নারায়ণ পরে লাইভ স্ট্রিমে এসে পুরো বিষয়টি খুলে বলেন। তিনি বলেন, ‘‘১০১তম মিশনটি আজ শুরু করা হয়। পিএসএলভি-সি৬১ দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল। কিন্তু তৃতীয় ধাপে এক বিশেষ পর্যবেক্ষণের পরে এই মিশন বাতিল করে দেওয়া হল।’’

গত জানুয়ারিতে শততম উৎক্ষেপণের নজির গড়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ৪৬ বছর আগে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হয়েছিল প্রথম উপগ্রহ। তারপর দেখতে দেখতে এতটা পথ পেরিয়ে এসেছে ইসরো। কিন্তু ১০১-তম মিশনটি ব্যর্থ হওয়ায় কয়েক বছর পর ব্যর্থতার স্বাদ পেয়েছে ইসরো। আর সেটাই ভাবিয়ে তুলছে মহাকাশ গবেষণা সংস্থাকে। ইতিমধ্যেই পিএসএলভির প্রতিটি দিক যাচাই করার জন্য বেশ কয়েকটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছে। বলে রাখা ভালো, এই রকেট অত্যন্ত নির্ভরযোগ্য হিসেবেই পরিচিত। এর নির্ভরযোগ্যতা ৯৪% এরও বেশি এবং ৬৩টি উৎক্ষেপণে মাত্র চারটি ব্যর্থতা রয়েছে- যা একটি ঈর্ষণীয় ট্র্যাক রেকর্ড।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ইসরোর সূত্র জানিয়েছে যে, পিএসএলভির ব্যবহার স্থগিত রাখা হলেও তা সাময়িকই। তবে তদন্ত কমিটিগুলি রিপোর্ট জমা দিলেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদি বড় কোনও সমস্যা ধরা পড়ে তবেই তা ভবিষ্যতে উৎক্ষেপণের ক্ষেত্রে পাকাপাকি ভাবে বাতিল করা হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ