Advertisement
Advertisement
Nisar

বুধবারই উড়ান! নাসা ও ইসরোর যৌথ উদ্যোগে তৈরি ‘নিসার’ উপগ্রহ পাড়ি দেবে মহাকাশে

কেন নিসার এত 'স্পেশাল'?

Isro to launch Nisar mission aboard GSLV-F16
Published by: Biswadip Dey
  • Posted:July 30, 2025 12:24 pm
  • Updated:July 30, 2025 1:26 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য অ্যাক্সিয়ম-৪ মিশন শেষে ফিরে এসেছেন শুভাংশু শুক্লা। ভারতীয় নভশ্চরের মহাকাশ সফরের দিকেই নজর ছিল দেশবাসীর। এবার সকলের চোখ ‘নিসার’ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের দিকে। নাসা ও ইসরোর উদ্যোগে তৈরি নিসার বুধবার বিকেল ৫টা ১০-এ রওনা দেবে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে।

Advertisement

কী কাজ করবে এই উপগ্রহ?

জানা যাচ্ছে, ভূপৃষ্ঠ, সমুদ্র, বরফ এবং অরণ্যের পরিবর্তন পর্যবেক্ষণ করবে ১.৫ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ১২ হাজার ৫০০ কোটি টাকা) খরচে তৈরি নিসার। তবে এর নির্মাণ খরচের মধ্যে ৭৮৮ কোটি টাকা দিয়েছে ইসরো। আপাত ভাবে এই বিনিয়োগ বিপুল অঙ্কের হলেও তা শেষপর্যন্ত ‘লাভদায়ক’ হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

কেন নিসার এত ‘স্পেশাল’?

জানা যাচ্ছে, প্রতি ৯৭ মিনিটে পৃথিবীকে চক্কর কাটবে সে। এবং মাত্র ১২ দিনের মধ্যেই এই গ্রহের ভূখণ্ড ও তুষারাবৃত অঞ্চলের বিস্তৃত মানচিত্র তৈরি করে ফেলবে। সবচেয়ে বড় কথা, অন্ধকার, মেঘ, ধোঁয়া ইত্যাদিকে এড়িয়ে পৃথিবীর সূক্ষ্মাতিসূক্ষ্ম পরিবর্তনও ধরে ফেলতে পারবে নিসার। ফলে এই সব তথ্য গবেষকদের কাছে অত্যন্ত জরুরি হয়ে উঠবে। বিনামূল্যেই সেই তথ্য ব্যবহার করে বিজ্ঞানী, জলবায়ু বিশেষজ্ঞরা তাঁদের কাজ চালাতে পারবেন। ফলে আগামিদিনে অনেক বড় আবিষ্কারের পথ খুলে দিতে পারে নিসার অন্বেষণ। অসমে প্রতি বছরই হওয়া বন্যার আগাম হদিশ কিংবা হিমালয়ের হিমাবাহের গলন কত দ্রুত হচ্ছে সবই বের করা সম্ভব হবে। তবে উৎক্ষেপণের পরই সেটি কর্মক্ষম হয়ে উঠবে না। উৎক্ষেপণের পর তা সেটআপ করতে ৯০ দিন সময় লাগবে। তারপরই সেটি কাজ শুরু করবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ