Advertisement
Advertisement
Rajasthan

‘মুখ্যমন্ত্রীর কৃষ্ণবন্দনাতেই বৃষ্টি নামে!’ রাজস্থানে বন্যা নিয়ে মন্তব্য বিজেপি মন্ত্রীর

মানুষের তৈরি সঙ্কটের দায় দেবতার উপর চাপিয়ে দায় ঝাড়তে চাইছে বিজেপি, মন্তব্য কংগ্রেসের।

It Rains Heavily Whenever CM Prays To Lord Krishna Syas BJP Minister On Rajasthan Floods
Published by: Kishore Ghosh
  • Posted:August 3, 2025 10:02 pm
  • Updated:August 3, 2025 10:11 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের বারমের জেলার বালোত্রা এলাকায় একটানা ভারী বৃষ্টির জেরে বন্যাপরিস্থিতি তৈরি হয়েছে। জোজারি নদীর দূষিত নোংরা জল ঢুকে পড়েছে স্থানীয়দের বাড়িতে। এই অবস্থায় মরুরাজ্যের শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী কেকে বিশ্নোইয়ের মন্তব্য, মুখ্যমন্ত্রীর কৃষ্ণবন্দনাতেই নাকি অঝোরে বৃষ্টি নামে রাজস্থানে! তার পর সেই দুর্যোগ থামানোর জন্য আবার দেবরাজ ইন্দ্রের কাছে প্রার্থনা করতে হয়। খোদ মন্ত্রীমশাইয়ের এমন মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছে।

Advertisement

বারমের জেলায় জমা জল ও বন্যাপরিস্থিতি প্রসঙ্গে শনিবার বিজেপি নেতা তথা মন্ত্রী বলেন, “প্রতিবারই মুখ্যমন্ত্রী ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করেন। তার ফলেই এত ভারী বৃষ্টিপাত হয়। তখন তিনি ভগবান ইন্দ্রকে ফের অনুরোধ করেন যাতে তিনি বৃষ্টি থামিয়ে দেন।” বিশ্নোইয়ের মন্তব্যের পর কংগ্রেস বলেছে, মানুষের তৈরি সঙ্কটের দায় দেবতাদের উপর চাপিয়ে দিয়ে দায় ঝেড়ে ফেলতে চাইছে বিজেপি।

দীর্ঘদিন ধরেই জোজারি নদীর দূষিত জলের প্রবাহে জর্জরিত বালোত্রা। যোধপুর এবং পালির বিভিন্ন কারখানার বর্জ্য এই নদীতে এসে মেশে। বর্ষার মরসুমে নদীর জল উপচে গিয়ে গ্রামগুলিতে প্রবাহিত হয়। দুর্গন্ধযুক্ত জল ঢুকে পড়ে স্থানীয়া বাসিন্দাদের বাড়িতে। নারকীয় পরিস্থিতির মধ্যে পড়েন তাঁরা। বারমেরের বেটু কেন্দ্রের কংগ্রেস বিধায়ক হরিশ চৌধুরী বলেন, “মন্ত্রী কেবল প্রকৃত সমস্যাটিকে অন্যদিকে ঘুরিয়ে দেননি, বরং ইঙ্গিত করেছেন যে রাজ্য সরকার এর মোকাবেলা করতে অক্ষম। কেবল প্রার্থনাই সাহায্য করতে পারে। এটা হাস্যকর।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ