Advertisement
Advertisement
Jadavpur University

দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় জয়জয়কার যাদবপুর-খড়গপুরের, কত নম্বরে JNU?

সেরা কলেজের তালিকাতেও প্রথম দশে রয়েছে কলকাতার দুই কলেজ।

Jadavpur University and IIT Kharagpur shines in NIRF
Published by: Anwesha Adhikary
  • Posted:September 4, 2025 2:22 pm
  • Updated:September 4, 2025 4:36 pm   

সোমনাথ রায়, নয়াদিল্লি: দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকা প্রকাশ করল ন্যাশনাল ইনস্টিটিউট র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। বুধবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই তালিকা প্রকাশ করলেন। সেখানে দেখা যাচ্ছে, একাধিক ক্রমতালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং আইআইটি খড়গপুর। সেরা কলেজের তালিকাতেও প্রথম দশে রয়েছে কলকাতার দুই কলেজ- রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ এবং সেন্ট জেভিয়ার্স কলেজ।

Advertisement

কেন্দ্রের প্রকাশিত তালিকায় একাধিক বিভাগেই প্রথম দশে জায়গা করে নিয়েছে বাংলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এছাড়াও গোটা দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের ক্রমতালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে নবম স্থানে। অন্যদিকে, গোটা দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ষষ্ঠ স্থানে আইআইটি খড়গপুর। ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের তালিকায় খড়গপুর আইআইটি রয়েছে পঞ্চম স্থানে। আর্কিটেকচার ও প্ল্যানিং বিভাগে তৃতীয় এবং রিসার্চ সংস্থার তালিকায় পঞ্চম স্থানে রয়েছে আইআইটি খড়গপুর। ইনোভেশন ক্রমতালিকায় আইআইটি খড়গপুর রয়েছে চতুর্থ স্থানে। 

কেন্দ্রীয় র‍্যাঙ্কিংয়ে বাংলার আরও বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে। সেরা কলেজের তালিকায় ৬ নম্বরে রয়েছে কলকাতার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ। সেন্ট জেভিয়ার্স কলেজ রয়েছে আট নম্বরে। আর্কিটেকচার ও প্ল্যানিং বিভাগের চতুর্থ র‍্যাঙ্কিংয়ে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিবপুর। সেরা আইন কলেজের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেস। ম্যানেজমেন্ট কলেজের র‍্যাঙ্কিংয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতা রয়েছে সপ্তম স্থানে। 

গোটা দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় সকলের উপরে রয়েছে আইআইটি মাদ্রাজ। দ্বিতীয় স্থানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু। তৃতীয় স্থানে বম্বে আইআইটি। এই তালিকার নবম স্থানে জায়গা করে নিয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় JNU রয়েছে দ্বিতীয় স্থানে।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ