সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন দেশের উপরাষ্ট্রপতি, বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। আপাতত সুস্থই আছেন তিনি। উপরাষ্ট্রপতি নৈনিতালের রাজভবনে রাত্রিবাস করেছেন।
বুধবার সন্ধেয় কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ভাষণের শেষে পুরনো এক বন্ধু, সংসদের সহকর্মী মহেন্দ্র সিং পালের সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। উত্তরাখণ্ড হাই কোর্টের একজন আইনজীবী মহেন্দ্র সিং পাল ১৯৮৯ সালে লোকসভার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, যখন ধনকড়ও রাজস্থানের ঝুনঝুনু থেকে সাংসদ ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দু’জনে কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। সেই সময়েই আচমকা ধনকড় বন্ধুর কাঁধে মাথা রেখে অজ্ঞান হয়ে যান। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে নৈনিতালের রাজভবনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই রাত্রিবাস করবেন তিনি।
বুধবার কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গিয়েছিলেন ধনকড়। সেখানে ভাষণ দেন। তার পর মঞ্চ থেকে নেমে দাঁড়ান। দর্শকাসনে ছিলেন নৈনিতালের প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা মহেন্দ্র সিং পাল। সংসদে দু’জনের বন্ধুত্ব হয়েছিল। অনেক বছর পরে কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে আবার দুই বন্ধুর দেখা হল। সেই কারণেই তাঁরা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। মঞ্চের বাইরে পাঁচ থেকে সাত মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলেন ধনকড় এবং মহেন্দ্র। একসময়ে তাঁরা একে অপরের গলা জড়িয়ে ধরেন। সেই সময়ে বন্ধুর কাঁধে মাথা রেখেই ধনখড় হেলে পড়েন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
উপরাষ্ট্রপতির সঙ্গে যে মেডিক্যাল টিম ছিল, তারা তৎপর হয়ে ওঠে। কিছু ক্ষণ পরে তাঁর জ্ঞান ফেরে। কুমায়ুন বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে রাজভবনে নিয়ে যাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও তিনি সুস্থই রয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.