Advertisement
Advertisement

Breaking News

Jagdeep Dhankhar

নাটকীয়ভাবে উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা, এবার কী কী সরকারি সুবিধা পাবেন ধনকড়?

মেয়াদ ফুরনোর আগে ইস্তফা দিলেও মাসিক পেনশন পাবেন ধনকড়।

Jagdeep Dhankhar will get Govt benefits even after resignation
Published by: Anwesha Adhikary
  • Posted:July 23, 2025 9:14 pm
  • Updated:July 23, 2025 9:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাটকীয়ভাবে উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকড়। কার চাপে কী কারণে ইস্তফা-সেই নিয়ে নানা মুনির নানা মত। চলছে জোর চর্চাও। তবে সেই আলোচনার মধ্যেই উঠে আসছে আরও এক প্রশ্ন। সেটা হল, ইস্তফার পরেও কি সরকারি সুযোগসুবিধা পাবেন ধনকড়? পেলেও কতখানি সুবিধা পাবেন বাংলার প্রাক্তন রাজ্যপাল?

Advertisement

নিয়ম অনুযায়ী, দু’বছরের বেশি সময় দায়িত্ব সামলানোর পর যদি উপরাষ্ট্রপতি ইস্তফা দেন তাহলে তাঁকে অবসরপ্রাপ্ত উপরাষ্ট্রপতিদের মতোই সুযোগসুবিধা দেওয়া হবে। অর্থাৎ প্রতি মাসে পেনশন পাবেন ধনকড়। ২০১৮ সালের বাজেট অনুযায়ী, অবসরপ্রাপ্ত উপরাষ্ট্রপতিদের বার্ষিক পেনশন অন্তত ৪৮ লক্ষ টাকা। তবে এই অঙ্কের ৫০ থেকে ৬০ শতাংশ মাসিক পেনশন হিসাবে পান অবসরপ্রাপ্ত উপরাষ্ট্রপতি। অর্থাৎ মাসিক ২ লক্ষ টাকার বেশি পেনশন পাবেন ধনকড়।

কেবল পেনশন নয়, আরও একগুচ্ছ সুযোগসুবিধা পাবেন সদ্য ইস্তফা দেওয়া ধনকড়। টাইপ এইট বাংলো, বিনামূল্যে আকাশপথে এবং রেলপথে যাতায়াতের ব্যবস্থা, নিখরচায় চিকিৎসা, ব্যক্তিগত চিকিৎসকও পাবেন। এছাড়াও দু’জন ব্যক্তিগত সচিব থাকবেন প্রাক্তন উপরাষ্ট্রপতির জন্য। তাঁর স্ত্রীর জন্যও থাকবে একজন ব্যক্তিগত সচিব। এছাড়াও প্রাক্তন উপরাষ্ট্রপতি যে সরকারি বাংলোতে থাকবেন সেখানকার ইলেকট্রিক এবং জলের বিলও মেটানো হবে সরকারের তরফে। কিছু আসবাবপত্র এবং দু’টি মোবাইল ফোনও সরকারের তরফে পাবেন ধনকড়।

উল্লেখ্য, একদিকে যখন উপরাষ্ট্রপতি পদ থেকে ধনকড়ের আচমকা ইস্তফা দেওয়া নিয়ে বিতর্ক চলছে, তার মধ্যেই বুধবার নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দিল নির্বাচন কমিশন। উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। এরপর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। খুব শিগগির নির্বাচন হবে বলেই জানানো হয়েছে। বর্তমানে ‘ইলেক্টোরাল কলেজ’ তৈরির কাজ চলছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement