সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনওভাবেই বিজেপিকে ফাঁকা মাঠে গোল করার সুযোগ দেওয়া যাবে না। পরাজয় কার্যত নিশ্চিত জেনেও জগদীপ ধনকড়ের ছেড়ে যাওয়া উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে প্রার্থী দিতে পারে বিরোধী শিবির। সংবাদসংস্থা পিটিআই সূত্রের দাবি, ফলাফল যা-ই হোক, রাজনৈতিকভাবে বিজেপিকে কড়া বার্তা দেওয়ার প্রয়োজন বোধ করছে বিরোধী শিবির।
একদিকে যখন উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকড়ের আচমকা ইস্তফা দেওয়া নিয়ে বিতর্ক চলছে, তার মধ্যেই নতুন উপরাষ্ট্রপতি নিয়ে অঙ্ক কষা শুরু করেছে শাসক ও বিরোধী দুই শিবিরই। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল, এবার উপরাষ্ট্রপতি পদে এনডিএ শরিক দলগুলির কোনও বর্ষীয়ান নেতাকে বসানো হতে পারে। কিন্তু বিজেপি সূত্র সে সম্ভাবনা খারিজ করে দিচ্ছে। সূত্রের দাবি, উপরাষ্ট্রপতি হিসাবে এমন কাউকে বাছা হবে যিনি বিজেপির মূল ভাবধারার সঙ্গে সম্পৃক্ত। সচরাচর উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি নির্বাচনে শাসক বিরোধী ঐক্যমত্যে পৌছনোর চেষ্টা করা হয়। সরকারের তরফেই সেটার উদ্যোগ নেওয়া হয়। তবে সরকার পক্ষ এখনও উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের সঙ্গে যোগাযোগ করেনি বলেই খবর।
কোনও মতে ঐক্যমতে পৌঁছনো না গেলে শেষ পর্যন্ত উপরাষ্ট্রপতি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে ইন্ডিয়া জোট। সেক্ষেত্রে দুটি বিষয় হতে পারে। এক, নিজেদের মধ্যেকার ঐক্য জনসমক্ষে তুলে ধরা। দুই, রাজনৈতিকভাবে বিজেপিকে এক ইঞ্চিও জমি না ছাড়ার বার্তা দেওয়া যাবে। তাছাড়া উপরাষ্ট্রপতি নির্বাচনে দলিত, ওবিসি বা সংখ্যালঘু কাউকে প্রার্থী করা হলে সেই জনগোষ্ঠীকেও বার্তা দেওয়া যাবে। তাছাড়া রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে এই মুহূর্তে শাসক শিবিরের সংসদ সংখ্যা বিরোধীদের থেকে বিরাট কিছু বেশিও নয়। ফলে লড়াইটাও আগের মতো একপেশে হবে না।
সূত্রের খবর, কংগ্রেস চাইছে উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা প্রার্থী দিক। অন্য বিরোধীদের সঙ্গে এ নিয়ে আলোচনাও শুরু করেছে হাত শিবির। এ প্রসঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বক্তব্য, “উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আমরা দ্রুত একটি বৈঠক করব। তারপরই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.