সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিকিৎসায় নজির! ১৪ বছরের কিশোরীর পেট থেকে বের হল বিশ্বের সবচেয়ে লম্বা ‘চুলের গোলা’। লম্বায় ২১০ সেন্টিমিটার। আর এই নজির সৃষ্টি করেছেন জয়পুরের একদল চিকিৎসক। হাসপাতালে আলোড়ন পড়ে গিয়েছে এই ঘটনায়।
দশম শ্রেণির ছাত্রী। আগ্রার বাসিন্দা। দিনকয়েক ধরেই পেটে অসহ্য যন্ত্রণা। মাঝেমধে্যই বমি। প্রথমে ওষুধ খেয়ে কোনও কাজ না হওয়াতেই শেষে পরিস্থিতি বেগতিক বুঝেই চিকিৎসকের কাছে যায় ওই ছাত্রী। এরপর স্ক্যান করাতেই দেখাতে যায়, ওই কিশোরীর পাকস্থলীতে কিছু একটা জিনিস রয়েছে। যা মোটেও স্বাভাবিক নয়। এরপরই চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। আর তারপরই রীতিমতো হতবাক হয়েছেন চিকিৎসকরা।
প্রাথমিকভাবে চিকিৎসরা জানতে পেরেছেন যে, ওই কিশোরীর ষষ্ঠ শ্রেণি থেকে মাটি, কাঠের টুকরো, চক খাওয়ার অভ্যাস ছিল। এমনকী, চিকিৎসকরা জানিয়েছেন, পেটের মধে্য চুল থাকার কারণ, মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছিল। তবে সম্প্রতি ওই অস্ত্রোপচারের ফলে সফলভাবেই পেট থেকে চুলের গোলা উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার অশোকনগরের ১৬ বছরের এক কিশোরীর পাকস্থলী থেকেও প্রায় ১৭০০ গ্রাম চুল বের করা হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.