Advertisement
Advertisement
Jairam Ramesh

‘মৌনীবাবা…’, রুশ তেল কেনা নিয়ে ট্রাম্পের দাবিতে মোদিকে তোপ কংগ্রেসের

চিনের সঙ্গে বাণিজ্য ঘাটতি নিয়েও সরব কংগ্রেস।

Jairam Ramesh Slams Modi Over Trump's Oil Claim
Published by: Amit Kumar Das
  • Posted:October 18, 2025 8:44 pm
  • Updated:October 18, 2025 8:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রাশিয়ার থেকে আর তেল কিনবে না দিল্লি’। সম্প্রতি এমনই বিস্ফোরক দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও আমেরিকার দাবি পালটা কোনও বিবৃতি দেওয়া হয়নি মোদি সরকারের তরফে। এই ইস্যুতেই এবার সরব হল কংগ্রেস। শনিবার নাম না করে প্রধানমন্ত্রী মোদিকে ‘মৌনীবাবা’ বলে কটাক্ষ করলেন কংগ্রেসের শীর্ষ নেতা জয়রাম রমেশ। 
 
এদিন এক্স হ্যান্ডেলে মোদিকে তোপ দেগে জয়রাম রমেশ লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আরও একবার বলেছেন ওনার প্রিয় মিত্র ওনাকে আশ্বস্ত করেছেন ভারত রাশিয়ার থেকে তেল আমদানি কমাবে। এহেন পরিস্থিতিতে ওনার প্রিয় মিত্র সর্বদা মৌনীবাবা হয়ে যান। উনি মৌনিবাবা হয়ে যান যখন ট্রাম্প বলেন, অপারেশন সিঁদুর তিনি থামিয়ে দিয়েছেন। উনি মৌনীবাবা হয়ে যান যখন ট্রাম্প বলেন, ভারত আশ্বস্ত করেছে রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে দেবে।’ এখানেই থামেননি জয়রাম। ভারত-চিন বাণিজ্য ঘাটতি নিয়েও সরব হয়েছেন তিনি। বলেন, ‘২০২৫ সালের এপ্রিল-সেপ্টেম্বর মাসে চিনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি বেড়ে ৫৪.৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের ছিল ৪৯.৬ বিলিয়ন ডলার।’
 
উল্লেখ্য, ট্রাম্প এবং মার্কিন প্রশাসন বারবার বলেছে, ভারতের উপর আমেরিকার অসন্তোষের অন্যতম কারণ রাশিয়ার তেল কেনা। আবার নয়াদিল্লিও একাধিকবার স্পষ্ট করে দিয়েছে, রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে যেখানে সস্তায় পাওয়া যাবে সেখান থেকেই তেল কিনবে ভারত। এসবের মধ্যেই বুধবার হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে ট্রাম্প একপ্রকার আচমকা দাবি করে বসলেন, “মোদি আজ আমাকে আশ্বাস দিয়েছেন, রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না। আমরা চাই চিনও সেই একই পথে হাঁটুক।”
 
প্রসঙ্গত, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় ২৫ শতাংশ, পরে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের দাবি, ভারতের তেল কেনার জন্যই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ পাচ্ছে। যদিও ভারত আমেরিকার এ দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। ভারতের যুক্তি ইউরোপীয় ইউনিয়ন, চিন রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেল কিনছে। আমেরিকাও রুশ পণ্য কেনায় পিছিয়ে নেই। এই অবস্থায় ভারতের উপর শুল্ক চাপানো অন্যায়।

Advertisement

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ