Advertisement
Advertisement

Breaking News

Indus Waters Treaty

সিন্ধু চুক্তি নিয়ে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি বিলওয়ালের, কী জবাব দিল নয়াদিল্লি?

চুক্তি নিয়ে বারবার পাকিস্তানের চিঠি প্রসঙ্গেও মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী।

Jal Shakti Minister CR Patil Reiterates India's Stance on Indus Waters Treaty
Published by: Subhajit Mandal
  • Posted:June 27, 2025 10:24 am
  • Updated:June 27, 2025 10:26 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিন্ধু জলচুক্তি বাতিলের ফলে অভূতপূর্ব সংকটের পরিস্থিতি পাকিস্তানে। কোথাও জলকষ্ট, কোথাও বন্যা পরিস্থিতি! এই অভাবনীয় সংকট থেকে বাঁচতে দ্বৈত নীতি নিয়েছে পাকিস্তান। এক দিকে পাক সরকারের তরফে রীতিমতো কাকুতি-মিনতি করে ভারতকে চিঠি লেখা হচ্ছে। অন্যদিকে প্রাক্তন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো লাগাতার হুমকি দিচ্ছেন। কিন্তু কোনও কিছুতেই যে কোনও কাজ হবে না, সেটা আরও একবার স্পষ্ট করে দিল কেন্দ্র। কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সিআর পাটিল জানিয়ে দিলেন, সিন্ধু চুক্তি নিয়ে কেন্দ্রের অবস্থানে কোনও বদল আসবে না।

নয়াদিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে সিন্ধু চুক্তি নিয়ে প্রশ্ন করা হয়েছিল জলশক্তিমন্ত্রীকে। তাতে সিআর পাতিল স্পষ্ট করে বলে দিয়েছেন, সিন্ধু চুক্তি নিয়ে পাকিস্তান লাগাতার যে চিঠিগুলি দিচ্ছে সেগুলি নিতান্তই ‘ফরম্যালিটি’। ওই চিঠিতে ভারতের অবস্থান বদলাবে না। কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী বললেন, “সিন্ধু চুক্তি নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। আপাতত সেই অবস্থানে কোনও পরিবর্তন হচ্ছে না। আমরা সেই সিদ্ধান্তই নেব, যাতে দেশের ভালো হয়।”

প্রাক্তন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো দিন কয়েক আগেই সিন্ধু চুক্তি নিয়ে একপ্রকার পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন। বিলাওয়াল স্পষ্ট বলে দেন, সিন্ধু জলচুক্তি নিয়ে ভারত যা আচরণ করছে তাতে জল নিয়ে প্রথমবার পরমাণু যুদ্ধ বেঁধে যেতে পারে। কিন্তু প্রাক্তন পাক বিদেশমন্ত্রীর সেই হুমকিতেও যে ভারত বিশেষ বিচলতি নয়, সেটা স্পষ্ট করে দিয়েছেন সিআর পাতিল। তিনি বলছেন, “সিন্ধুর জল কোথাও যাবে না। ও কী বলছে সেটা ওর ব্যাপার। আমরা কারও ফাঁকা হুমকিতে ভয় পাই না।”

উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করেছে দিল্লি। যা নিয়ে ক্রমাগত অপপ্রচার চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। বারবার দাবি করছে, ভারত নাকি এই চুক্তি লঙ্ঘন করেছে। কিন্তু ভারত আগেও রাষ্ট্রসংঘে জানিয়েছে পাকিস্তানের উপর আস্থা রেখে, বিশ্বাস করে ৬৫ বছর আগে ভারত এই চুক্তি করেছিল। কিন্তু সেই বিশ্বাস ভেঙে ভারতের বুকে ৩টি যুদ্ধ ও হাজার হাজার জঙ্গি হামলা চালিয়েছে পাক সন্ত্রাসীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement