Advertisement
Advertisement
Jammu and Kashmir Government

জম্মু ও কাশ্মীরে সরকার ও উপরাজ্যপাল সংঘাত! সন্ত্রাস-যোগে বন্ধ স্কুল অধিগ্রহণ ওমর সরকারের

৩ বছর আগে এই সমস্ত স্কুল সিল করার নির্দেশ দেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল।

Jammu and Kashmir Government start take over JeI linked schools

ফাইল ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:August 24, 2025 5:58 pm
  • Updated:August 24, 2025 5:58 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপত্যকায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপেও সংঘাতে উপরাজ্যপাল-সরকার। এবার নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জামাত-ই-ইসলামের সঙ্গে যোগসাজশের অভিযোগে জম্মু ও কাশ্মীরের ২১৫টি স্কুলের নিয়ন্ত্রণ নিল সরকার। কাশ্মীর উপত্যকার বহু রাজনৈতিক দল এর বিরোধীতা করেছে। পাশাপাশি শাসকদলের শিক্ষামন্ত্রী সাকিনা ইটূও জানান, শুধুমাত্র নতুন পরিচালন সমিতি গঠন না হওয়া পর্যন্ত স্কুলগুলির দেখভাল করা হবে। কিন্তু এই বক্তব্য উপত্যকার উপরাজ্যপালের নির্দেশের সরাসরি বিরোধীতা। 

Advertisement

সরকারের তরফে জানানো হয়েছে, শনিবার সকালে স্কুলগুলির পরিচালনার ভার নিজেদের হাতে তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করে সরকার। স্কুলে পৌঁছান জেলা প্রশাসনের কর্মকর্তারা। তাদের সঙ্গে ছিলেন ওই স্কুলগুলির নিকটতম উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক স্কুলের অধ্যক্ষরা। পুলিশের দল সঙ্গে নিয়ে তাঁরা এই স্কুলগুলিতে পৌঁছানোর পরেই অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়। পরিচালন ভার নিয়েই প্রশাসনিক দলগুলি স্কুলগুলির নথি খতিয়ে দেখে এবং পরিকাঠামো ঘুরে দেখে। পাশাপাশি স্কুলগুলির কর্মীদের সঙ্গেও কথা বলেন তাঁরা। প্রশাসনের তরফে জানানো হয়েছে ১০ জেলায় এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বিনা বাধায়।

যদিও ইটূ জানিয়েছেন, যে নির্দেশিকা দপ্তরের সেক্রেটারি জারি করেছেন তাতে ভুল রয়েছে। এই স্কুলগুলি সম্পূর্ণ অধিগ্রহণ করা হবে না। স্কুলের পরিচালন সমিতি তৈরি হওয়ার পরে সিআইডি-র তদন্তের রিপোর্ট এলে স্কুল চালানোর ভার তুলে দেওয়া হবে পরিচালন সমিতির হাতে। যত দ্রুত সমিতি তৈরি হয়ে সিআইডি-র তদন্ত রিপোর্ট আসবে, তত দ্রুত পরিচালনভার ফিরিয়ে দেওয়া হবে।   

৩ বছর আগে এই সমস্ত স্কুল সিল করার নির্দেশ দেয় জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল। জানা গিয়েছে, এই স্কুলগুলি পরিচালনা করত জম্মু ও কাশ্মীরের ‘ফলাহ-এ-আম ট্রাস্ট’ নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা। তবে এই সংগঠনের সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠন জামাত-ই-ইসলামির যোগ সামনে আসায় নিষিদ্ধ করা হয় সংগঠনটিকে। একইসঙ্গে বন্ধ করে দেওয়া হয় এফএটি-এর অধীনে থাকা স্কুলগুলি। শুরু হয় তদন্ত। এরপরই সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, গোয়েন্দা সংস্থাগুলি ২১৫টি স্কুলের পরিচালন কমিটি নিয়ে রিপোর্ট পেশ করেছে। যা রীতিমতো উদ্বেগজনক।

এবার স্কুলগুলি চালু করা হচ্ছে। তবে স্কুলের পূর্ণ নিয়ন্ত্রণ আপাতত থাকবে সরকারের হাতে। যদিও জম্মু ও কাশ্মীরে এই ঘটনা প্রথম নয়। প্রায় তিন দশক আগে জামাত পরিচালিত সব স্কুলকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। ২০১৯ সালে ৩৭০ ধারা প্রত্যাহারের পর জামাতকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করা হয়। জম্মু ও কাশ্মীরে তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ