সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পর জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir Terror Attack) থাকা বাকি পর্যটকদের মধ্যে বাড়ি ফেরার তৎপরতা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে আকাশছোঁয়া টিকিটের মূল্য। শ্রীনগর এয়ারপোর্টে ভিড় জমতে শুরু করেছে পর্যটকদের। এমন অবস্থায় বুধবার শ্রীনগর থেকে অতিরিক্ত বিমান চালানোর কথা জানিয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো। শ্রীনগর থেকে দিল্লি এবং মুম্বইয়ের মধ্যে চারটি অতিরিক্ত বিমান চালানোর কথা বলা হয়েছে। তবে কলকাতা পর্যন্ত কোনও অতিরিক্ত বিমান চালানোর কথা জানানো হয়নি।
বুধবার এক্স হ্যান্ডেলে একটি পোস্টে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কথা বিচার করে এয়ার ইন্ডিয়া শ্রীনগর থেকে দিল্লি এবং মুম্বইয়ের মধ্যে দুটি অতিরিক্ত বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
In view of the prevailing situation, Air India will operate two additional flights from Srinagar to Delhi and Mumbai on Wednesday, 23rd April.
Details of the two flights are as under:
Srinagar to Delhi – 11:30 AM
Srinagar to Mumbai – 12:00 noon
Booking for…— Air India (@airindia)
ইন্ডিগোর এক আধিকারিক কথায়, “আমরা শ্রীনগর থেকে দিল্লি এবং মুম্বইয়ের মধ্যে দুটি অতিরিক্ত বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছি।”
:
In light of the current situation in , we’ve extended waivers on rescheduling/cancellation. We’re also operating two special flights on April 23. For more information, please visit or call +91 124 4973838 – +91 124 6173838— IndiGo (@IndiGo6E)
এদিকে জঙ্গি হামলার ঘটনা প্রকাশ্যে আসতেই সৌদি সফর কাটছাঁট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সৌদির যুবরাজের সঙ্গে নৈশভোজে যোগ না দিয়ে মঙ্গলবার রাতেই দিল্লির উদ্দেশে রওনা হন। বুধবার ভোরে বিমানবন্দরে অবতরণের পরই অজিত ডোভাল ও জয়শংকরের সঙ্গে বৈঠক করেন। আজই তাঁর বাসভবনে উচ্চপর্যায়ের একটি বৈঠক রয়েছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই মৃত পর্যটকদের দেহ শ্রীনগর নিয়ে আসা হয়েছে। সেখানেই যাচ্ছেন অমিত শাহ। এরপর দিল্লি ফিরে বৈঠকে যোগ দেবেন তিনি। জঙ্গি হামলার জেরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে জম্মু ও কাশ্মীরে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.