ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশজুড়ে চলছে মাওবাদী দমন অভিযান। তা সত্ত্বেও একাধিক এলাকায় এখনও নাশকতা চালিয়ে যাচ্ছে মাওবাদীরা। সোমবার সকালে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে শহিদ হলেন ছত্তিশগড়ের এক জওয়ান। বোমা ফেটে আহত আরও দুই। উল্লেখ্য, ছত্তিশগড়ের বিজাপুর বরাবরই মাওবাদীদের শক্ত ডেরা। সেই এলাকায় আবারও আক্রমণ শানাল তারা।
জানা গিয়েছে, সোমবার সকালে ইন্দ্রবতী জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় মাও দমন অভিযানে বেরিয়েছিল ছত্তিশগড় পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড। ওই এলাকায় আইইডি পুঁতে রেখেছিল মাওবাদীরা। সোমবার সকালে বাহিনীর টহল দেওয়ার সময়েই আইইডি বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দীনেশ নাগ নামে এক জওয়ানের। গুরুতর আহত হন আরও দুই জওয়ান। অবিলম্বে তাঁদের জঙ্গল থেকে উদ্ধার করে আনা হয়। আপাতত দুই জওয়ানের চিকিৎসা চলছে।
২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝড়খণ্ডের মতো মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে, বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানাবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় ৩ হাজার আধাসেনাকে নামানো হয়েছে। ২১ এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয়েছে অভিযান। পাশাপাশি দেশের বাকি অংশেও লাগাতার অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
তবে দেশ থেকে মাওবাদীদের এখনও পুরোপুরি উপড়ে ফেলা যায়নি। সেকারণেই মাও দমন অভিযানে গিয়ে শহিদ হয়েছেন একাধিক জওয়ান। গত মাসেই ঝাড়খণ্ডের বোকারোতে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে এক জওয়ানের মৃত্যু হয়েছিল। এবার বিস্ফোরণে শহিদ হলেন এক জওয়ান। তবে সাম্প্রতিক অতীতে খতম হয়েছে শীর্ষ মাও নেতৃত্বের অনেকেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.