সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিরাকলের আশায় প্রার্থনা করছিলেন তাঁর অগণিত ভক্ত। কিন্তু মিরাকল ঘটল না। চলে গেলেন আম্মা৷ অ্যাপোলো হাসপাতালের তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল সোমবার রাত সাড়ে ১১ টায় প্রয়াত হলেন এআইএডিএমকে সুপ্রিমো জয়ললিতা৷ চলে গেলেন আম্মা৷ জয়ললিতার মৃত্যুতে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গতকালই হৃদরোগে আক্রান্ত হন জয়ললিতা৷ তাঁর অবস্থা ছিল সংকটজনক৷ সোমবার সকাল থেকেই ভক্তদের ভিড় জমতে থাকে হাসপাতাল চত্বরে৷ উদ্বেগ ছিল রাজ্য জুড়েই৷ দুপুরেও জানা যায়, তাঁর অবস্থা আরও সংকটজনক৷ তবে রাতেই সব জল্পনার অবসান ঘটাল হাসপাতাল কর্তৃপক্ষ৷
শ্বাসকষ্ট এবং ইনফ্লুয়েঞ্জা নিয়ে গত সেপ্টেম্বর মাস থেকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন নেত্রী৷ চিকিৎসায় ভাল সাড়াও দিচ্ছিলেন তিনি৷ হাসপাতালের বেড থেকেই রাজ্যের মানুষের উদ্দেশ্যে বিবৃতি দিয়েছিলেন নেত্রী৷ নেত্রীর শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রার্থনা করেছেন তামিলনাড়ু-সহ গত দেশের মানুষ৷ হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছিলেন আম্মার সমর্থকরা৷ এবার তাঁদেরকেই চোখের জলে ভাসিয়ে চলে গেলেন তামিলনাড়ুর পুরাতচি থালাইভি৷ তাঁর মৃত্যুতে শোকাহত গোটা দেশ। তাঁর স্থানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে কে বসবেন, তা এখনও পর্যন্ত সরকারিভাবে ঘোষণা করা হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.