Advertisement
Advertisement
Jharkhand

প্রেমিকা-সহ দুই মহিলাকে খুন! পুলিশ হেফাজতে মৃত্যু অভিযুক্তের

ঘটনার তদন্তে পুলিশ।

Jharkhand man kills 2 women later found hanging in police custody

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:September 10, 2025 6:01 pm
  • Updated:September 10, 2025 6:01 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই মহিলাকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতেই তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ধৃতের। পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য। কী করে যুবকের মৃত্যু হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গিরিডিতে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম শ্রীকান্ত চৌধুরী। সোমবার তাঁর প্রেমিকা ও আরও এক মহিলাকে খুনের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, ধৃত জেরায় স্বীকার করেছিলেন তিনি খুন করেছিলেন। তাঁকে থানার কনফারেন্স রুমে রাখা হয়েছিল। পরে শ্রীকান্তকে সেখানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। স্থানীয় এসডিপিও রাজেন্দ্র প্রসাদ বলেন, “ধৃতকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ওকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ধৃতের মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

উল্লেখ্য, সোমবার রিঙ্কু দেবী (৩২) ও সোনী দেবী (২৫) নামে দুই মহিলাকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় শ্রীকান্তকে। পুলিশের দাবি, এই রিঙ্কু শ্রীকান্তের প্রেমিকা ছিলেন। তাঁর মাঝেমধ্যেই এলাকার একটি জঙ্গলে দেখা করতেন। সোমবার সেখানে তাঁরা দেখা করেন। কিন্তু রিঙ্কু অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এই নিয়ে তাঁদের বচসা হয়। অভিযোগ, সেখানেই রিঙ্কুকে খুন করেন শ্রীকান্ত। তা দেখে ফেলেন সোনী। তাকেও খুন করেন যুবক। দেহ পুঁতে দেন জঙ্গলেই। পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে শ্রীকান্তকে গ্রেপ্তার করে। উদ্ধার হয় দুই মহিলার দেহ। তারপরই পুলিশি হেফাজতে মৃত্যু হল অভিযুক্তের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ