সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবারই বিহার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে আসন বণ্টন নিয়ে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্তে আসতে চাইছে এনডিএ জোট। শোনা যাচ্ছে, বিজেপি ও জেডিইউ নাকি সমান আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে ভোটে। এবার জানা গেল, জিতনরাম মাঝি তাঁর দল হিন্দুস্তান আওয়াম মোর্চার জন্য অন্তত ১৫টি আসন চাইছেন। অন্যথায় তাঁরা নাকি নির্বাচনেই লড়বেন না। তবে সেই সঙ্গে এও তিনি জানিয়েছেন, কোনওভাবেই এনডিএ ছাড়ার কথা তিনি ভাবছেন না। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এমনটাই জানা যাচ্ছে। সেই সঙ্গেই জানা যাচ্ছে, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা তাঁকে পুরো বিষয়টি বোঝানোর চেষ্টা করছেন।
জিতনরামকে বলতে শোনা গিয়েছে, ”আমরা এনডিএ নেতৃত্বের দ্বারস্থ হয়েছি, কেননা আমরা অপমানিত। আমাদের সম্মানজনক সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হোক। যদি আমরা তা না পাই, তাহলে ভোটেই লড়ব না। কিন্তু আমরা এনডিএ-কে সমর্থন করব। তবে ভোটে লড়ব না। আমি মুখ্যমন্ত্রী হতে চাই না। কেবল চাই আমাদের দলকে স্বীকৃতি দেওয়া হোক।”
এদিকে গুঞ্জন, বিজেপি এলজেপি প্রধান চিরাগ পাসওয়ানকে ২৫টি আসন দেবে বলে কথা দিয়েছে। বাকি আসনে মধ্যে আরএলএমকে ৬টি এবং জিতনরাম মাঝির দলকে সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেবে বলেও কথা দিয়েছে গেরুয়া শিবির। তবে যদি চিরাগ এই আসনে সন্তুষ্ট না হন, তাহলে হয়তো বাকি দুই দলের বরাদ্দ আসনের সংখ্যা আরও কমতে পারে। এই পরিস্থিতিতে এবার এনডিএ-র উপরে চাপ বাড়ানো শুরু করলেন জিতনরাম। এখন দেখার, শেষপর্যন্ত তাঁর দলকে কত আসনে ভোটে লড়তে দেওয়া হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.